নিজস্ব প্রতিবেদক
১০ দলীয় জোটের নেতৃত্বকে এখনই বাস্তবতার মুখোমুখি হতে হবে। আসন বণ্টন নিয়ে যদি আপনারা এটাকে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি বানান, তাহলে এই জোটকে জনগণ রাজনীতির আবর্জনার স্তূপে নিক্ষেপ করবে -এটা অনিবার্য।
যোগ্যতা, জনপ্রিয়তা ও বিএনপিকে পরাজিত করার সক্ষমতা বাদ দিয়ে দলীয় কোটা, আত্মতুষ্টি ও ক্ষমতার লোভে প্রার্থী চাপিয়ে দিলে -আপনারা শুধু নির্বাচন হারাবেন না, নৈতিকভাবেও পরাজিত হবেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের বাস্তবতা দিবালোকের মতো পরিষ্কার -প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া ছাড়া অন্য কাউকে দাঁড় করানো মানে জেনে-শুনে পরাজয় মেনে নেওয়া।
এই সত্য অস্বীকার করা রাজনৈতিক অজ্ঞতা নয়, বরং চরম দায়িত্বহীনতা। এই আসনে ভুল সিদ্ধান্ত নিলে জনগণ বলবে,
“এই জোট ক্ষমতা চায়, কিন্তু বাস্তবতা বোঝে না।”
ফলাফল হবে ভয়াবহ : জনগণের আস্থা ভাঙবে, জোট হাস্যকর হবে, আর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে।
মনে রাখবেন -মানুষ আর বোকা নেই। ভোটাররা আবেগে নয়, বাস্তবতায় বিশ্বাস করে।
আজ যদি ইনসাফভিত্তিক সিদ্ধান্ত না নেন, তাহলে আগামীকাল এই জোটকে ইতিহাস মনে রাখবে, একটি নিজেদের ভুলে ডুবে যাওয়া ব্যর্থ রাজনৈতিক জোট হিসেবে।
এটা পরামর্শ নয় -এটা শেষ সতর্কতা। সঠিক সিদ্ধান্ত নিন, নইলে পতন অবশ্যম্ভাবী।