1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসুস্থ্য সাবেক এমপি দবিরুল ইসলাম কে দিনাজপুরে কারাগার থেকে নেওয়া হলো ঢাকা পিজি হাসপাতালে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না: নাহিদ বিএনপি বিজয়ী হলে ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় সরকার হবে : নজরুল ইসলাম ইসলামী ব্যাংক রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই : মাহফুজ আলম ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের মিছিলের পর ০২ সদস্য আটক  ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

অসুস্থ্য সাবেক এমপি দবিরুল ইসলাম কে দিনাজপুরে কারাগার থেকে নেওয়া হলো ঢাকা পিজি হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও –২ আসন (বালিয়াডাঙ্গী, হরিপুর, রানীশংকৈল) থেকে ৭ বার নির্বাচিত সাবেক এমপি দবিরুল ইসলামকে দিনাজপুর কারাগার থেকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে (পিজি) ভর্তি করা হয়েছে। সম্প্রতি গত শুক্রবার (১১ অক্টোবর) সকালে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয় । এর আগে ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে দিনাজপুর কারাগার থেকে সাবেক এমপি দবিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠায় কারা কর্তৃপক্ষ । বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কারাগারের জেল সুপার মতিয়ার রহমান । তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি চিকিৎসার জন্য ঢাকার কাশিমপুর কারাগারে আমরা পাঠিয়েছি। সে খানকার চিকিৎসক উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পিজি হাসপাতালে ভর্তি করেছে । তিনি সেখানে চিকিৎসাধীন আছেন । এদিকে সাবেক এমপি দবিরুল ইসলামের নাতি সিয়াম মুঠোফোনে শুক্রবার সন্ধ্যায় জানান, নানাকে সকালে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। আমি সহ বেশ কয়েকজন দেখা করতে এসেছি। তবে সন্ধ্যা হলেও তার সাথে দেখা করার সুযোগ হয়নি । নিরাপত্তার দায়িত্বে থাকা কারা পুলিশ সদস্যদের সাথে কথা হয়েছে, তারা বলছেন চিকিৎসা চলছে। পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক এমপি দবিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ্য । কয়েক বছর ধরে দেশের বাইরের চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। এর ফলে তিনি গত দ্বাদশ সংসদে নির্বাচনে অংশ না নিয়ে তার ছেলে মাজহারুল ইসলাম সুজনকে আসনটি ছেড়ে দেন। গত ৩ অক্টোবর গভীর রাতে চাঁদাবাজির একটি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার আ.লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে গ্রেপ্তার করে রুহিয়া থানা পুলিশ । পরে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুন। আসামীপক্ষের আইনজীবি এ্যাড. আবু হাসনাত বাবু বলেন, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাবেক এমপি’র জামিন ও রিমান্ড শুনানির দিন ধার্য্য ছিল। দুর্গাপূজার ছুটির কারণে তারিখ পেছানো হয়েছে। আদালত খুলেল বলা যাবে পরবর্তী ধার্য তারিখ।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় দিনাজপুর কারাগারে রয়েছেন সাবেক এমপি দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজন । সাবেক এমপি দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাত বার এমপি হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net