1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

রাউজানে ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে আটক-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:

রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীখীল এলাকায় ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে আবু জাফর নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাঁর কাছ থেকে চাঁদা আদায়কৃত ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।সোমবার(২ ডিসেম্বর) বেলা পৌন ১টায় রাউজান পৌর ৯নং ওয়ার্ডের আলীখীল এলাকার রাউজান ব্রিকস মেনুফেকচার (আরবিএম) এর অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাফর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বুড়ো হাজীর বাড়ির মৃত শহীদুল হকের ছেলে। অভিযানে অংশগ্রহণকারী পুলিশ জানায়, ইটভাটা মালিক এস.এম শহিদুল্লাহ’র কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল জাফর। সোমবার ৫০ হাজার টাকা দেওয়ার সম্মতি জানালে ইটভাটা মালিকের কাছ থেকে আরও টাকা দাবি করায় ভুক্তভোগী ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদায়কৃত ৫০ হাজার টাকা চাঁদাসহ জাফরকে গ্রেপ্তার করা হয়। পূর্বেও ওই চাঁদাবাজকে ২০ হাজার টাকার চাঁদা প্রদানের কথা জানিয়েছেন ভুক্তভোগী ইটভাটা মালিক এস.এম শহিদুল্লাহ। ইটভাটা মালিকের গোপন ক্যামেরায় ধরণকৃত ভিডিওতে দেখা যায়, চাঁদাবাজকে চা দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর দাবিকৃত ৩০ লাখের মধ্যে ৫০ হাজার টাকা প্রদান করা হলে বাকী টাকা পরে দেওয়ার কথা বলেন চাঁদাবাজ জাফর। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাঁদার টাকাসহ গ্রেপ্তার করে থানায় মামলা রুজু শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ। স্থানীয়দের দাবি, জাফর কখনো পুলিশের সোর্স, কখনো বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তবে তার দলীয় কোনো পদ পদবী নেই বলে নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘বক্তব্য নিতে হলে আপনারা আমাদের এডিশনাল এসপি’র সঙ্গে যোগাযোগ করুন। পরে ওসির দেওয়া এডিশনাল এসপি রাসেল’র নম্বরে ফোন করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ইটভাটার মালিক শহীদুল্লাহ্ রনি বাদী হয়ে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net