1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে প্রভাবশালী কর্তৃক বিধবার ঘরে হামলা, ভাংচুর-লুটপাট ১ সপ্তাহ ধরে এলাকা ছাড়া ভুক্তভোগির পরিবার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম

চৌদ্দগ্রামে প্রভাবশালী কর্তৃক বিধবার ঘরে হামলা, ভাংচুর-লুটপাট ১ সপ্তাহ ধরে এলাকা ছাড়া ভুক্তভোগির পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে স্থানীয় প্রভাবশালী মহল কর্তৃক মনোয়ারা বেগম (৫০) নামে এক বিধবার বাড়ী-ঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে নগদ অর্থ লুট সহ প্রায় ১ লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে ভুক্তভোগিরা বাড়ীঘর ছেড়ে অন্যত্র পালিয়ে মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে হামলাকারীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে চলাফেরা করছে বলে জানা গেছে।

রোববার দুপুরে ভুক্তভোগি উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম চৌদ্দগ্রাম বাজারস্থ একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং নিজ বাড়ীতে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন। এ সময় তার পরিবারের সদস্যরা সহ আত্মীয়-স্বজনগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মনোয়ারা বেগম অভিযোগ করে জানান, ঘটনার পর থেকে হামলাকারীদের ভয়ে ভুক্তভোগির পরিবার নিজ বাড়ীতে ঢুকতে পারছে না। এদিকে হামলাকারীরা এখনো প্রকাশ্যে বুক ফুলিয়ে এলাকায় বিচরণ করায় আরেকটি অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছেন তারা। এ ঘটনার সমাধান চেয়ে সামাজিকভাবে কোনো সাড়া ও সহযোগিতা পায়নি ভুক্তভোগি পরিবার। হামলার ঘটনায় তিনি সহ তার পরিবারের আরেকজন সদস্য আহত হন। পরে চিকিৎসা গ্রহণ শেষে তারা চৌদ্দগ্রাম থানায় ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় নিজ বাড়ীর বাহিরে মানবেতরভাবে দিন কাটাচ্ছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে আরও জানা গেছে, পূর্ব বিরোধের জেরে স্থানীয় বিএনপি সমর্থক মো: দুলাল সহ এলাকার প্রভাবশালী মহলের নেতৃত্বে কতিপয় যুবক দীর্ঘদিন ধরে ভুক্তভোগির পরিবারকে এলাকা থেকে উচ্ছে¡দ করার হুমকি-ধমকি দিয়ে আসছিলো। বিষয়টি নিয়ে কয়েকদফা সামাজিক বৈঠক হয়। সর্বশেষ গত ২১ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত একটি বৈঠকে উত্তেজিত জনতা মনোয়ারা বেগমের পরিবারকে হুমকি প্রদান করলে উভয় পক্ষের মধ্যে হট্টগোল লেগে গেলে অমীমাংশিতভাবে ঐ বৈঠকটি শেষ হয়। এরপর ঐদিন রাত আটটায় মো: দুলাল এর নেতৃত্বে আরো ৮/১০ জন যুবক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিধবা মনোয়ারা বেগমের বাড়ীতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বিধবার ঘর, ঘরে থাকা দামী আসবাবপত্র ভাংচুর, আলমারিতে থাকা নগদ অর্থ ও পুত্রবধূর গলায় থাকা স্বার্ণালঙ্কার লুট সহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় মনোয়ারা বেগম ও তার নাতি এমরান আহত হয়। পরে আত্মীয়-স্বজনের সহযোগিতায় তারা চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনার পর থেকেই ভুক্তভোগির পরিবার নিজ বাড়ীতে ঢুকতে পারছেনা। বিষয়টি নিয়ে এলাকায় সমাধানের চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে ভুক্তভোগি কর্তৃক চৌদ্দগ্রাম থানায় বিএনপি সমর্থক দুলাল (৪০), তার ছোট ভাই বাবু (২৮), একই এলাকার মো: সেলিমের ছেলে মো: স্বাধীন ((১৯), বশিরের ছেলে মো: সোহাগ (২০) ও মাহবুবুল হকের ছেলে শুভ (১৯) এর সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো সমাধান না হওয়ায় চরম নিরাপত্তাহীনতা ভুগছে ভুক্তভোগির পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি সমর্থক মো: দুলাল বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তাদের বাড়ীঘরে হামলার ঘটনা আরও আগে ঘটেছে। বরং সামাজিক বিচার চলাকালীন মনোয়ারা বেগমের ছেলে আবু বকর আমাদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি। বিষয়টির সরেজমিন তদন্ত করেছে পুলিশ। সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net