1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবৈধ মাটি খনন বন্ধে উপজেলা প্রশাসক বরাবর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম

অবৈধ মাটি খনন বন্ধে উপজেলা প্রশাসক বরাবর অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১১ বার

নিজস্ব প্রতিবেদক :-

নদী তীরবর্তী এলাকায় অবৈধ মাটি খনন করে ইট ভাটায় বিক্রির বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরারার অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলার উজান পাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন।

১২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনে পত্র রিসিভ শাখায় উপস্থিত হয়ে তিনি অভিযোগ জমা করেন।
অভিযোগে বলা হয়েছে, গোদাগাড়ী উপজেলার ০৬ নং মাটিকাটা ইউনিয়ন এলাকায় বিবাদী মুকুল ইউনিয়নের ফুলতলা, প্রেমতলী, সেখেরপাড়া বালু ঘাটের মালিক। তারা বহুদিন যাবত এই ঘাটগুলো থেকে নদী তীরের নিকটবর্তী এলাকায় বালি উত্তোলন করে আসছে। কিন্তু বেশ কিছুদিন থেকে বিবাদী মুকুল সহ তার ভাই বাবু অবৈধ ভাবে নদী তীরবর্তী এলাকা থেকে মাটি খনন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। এতে করে যারা নদী তীরবর্তী এলাকায় বসতবাড়ী নির্মান করে বসবাস করছে তারা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বিবাদীরা অবৈধ ভাবে অনেক গর্ত করে মাটি তুলে নেওয়ার কারণে আগামী বর্ষা মৌসুমে খননকৃত জায়গা পানি এসে নদী ভাঙ্গন সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এতে পার্শবর্তী বসতবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী বিবাদীদের নদী তীরবর্তী এলাকা হতে মাটি খনন করিতে বাধা দিলেও তারা বিভিন্ন রকম অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারমুখি আচরণ করে। এমনকি কাউকে কাউকে বিবাদীদের লোকজন মারধরও করে। অপরদিকে বিবাদীরা সবসময় মাটি ও বালি উত্তোলন করে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার কারণে রাস্তায় ধূলাবালি জমে থাকে এবং ধূলাবালি উড়ে গিয়ে বসতবাড়ী নোংরা করে এমনকি ধূলাবালির কারণে শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে পড়ার নজীরও আছে। এ অবস্থায় বসতবাড়ী রক্ষার্থে ও পরিবেশ দূষন রোধ করতে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য, ঘাট মালিক মোখলেছুর রহমান মুকুল একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে মুকুল পলাতক আছেন। মুকুল ক্ষমতার অপব্যবহার করে অবৈধ মাটি খনন করার ফলে বেশ কয়েকবার জরিমানাও গুণেছেন। ৫ জানুয়ারী ১ লক্ষ টাকা ও ২২ জানুয়ারী ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসণ। তারপরও দমানো যায়নি তাদের ।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত বলেন, আমরা অভিযোগ পেয়েছি। প্রতিনিয়ত অভিযান করছি, জরিমানা করেছি। তদন্ত সাপেক্ষে আরো আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net