নিজস্ব প্রতিবেদক :
সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে এবং এর সম্ভাবনা মোটামুটি ভালো।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাকটিভলি কনসিডার করছি।
এ নিয়ে একটি কমিটি কাজ করছে। তারা তাদের প্রস্তাবনা আমাদের দেবে। এরপর দেখা যাবে কখন থেকে দেওয়া যাবে, কত দিতে পারবো। ‘
তিনি আরও জানান, এখনই নির্দিষ্ট সময় কিংবা টাকার অঙ্ক বলা সম্ভব নয়।
সাংবাদিকরা যখন ১০-১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে চান, অর্থ উপদেষ্টা বলেন,’আমি বিষয়টা এখনও ওয়ার্কআউট করছি। সবকিছু চূড়ান্ত হওয়ার পর এটি কেবিনেটে যাবে, প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই তা জানানো যাবে। ‘
সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি।