1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশে আ’লীগের ফিরে আসার সম্ভাবনা নাই : কুমিল্লায় ডা. তাহের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

বাংলাদেশে আ’লীগের ফিরে আসার সম্ভাবনা নাই : কুমিল্লায় ডা. তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬২ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরে আসার সম্ভাবনা নাই। তবে দেশ একটা জটিল সময় পার করছে। এখন সবাইকেই ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়েই ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ আয়োজিত স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা-২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বর্তমানে যারা সরকারের দায়িত্বে আছেন, যারা অন্যান্য পেশায় আছেন বা রাজনীতিবিদ আছেন প্রত্যেকেই দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এমন কোনো ভূমিকা বা বক্তব্য দেওয়া উচিত হবে না- যাতে নতুন করে উত্তেজনা এবং দেশে সমস্যার সৃষ্টি হবে। এটা অস্বাভাবিক নয় বিভিন্ন দলের কিছুটা মত পার্থক্য থাকবে। তবে এটা আলোচনা করেই সমাধান করতে হবে।

নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন, সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামায়াতের কোনো আপত্তি নেই। দুই মাস পরে করলেও জামায়াতের আপত্তি নেই। তবে সরকারের উচিত জনগণের সামনে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। জামায়াত দুটি রোডম্যাপ চেয়েছে একটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ অপরটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ।

ডা. তাহের আরও বলেন, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই হচ্ছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। তার পাশাপাশি কিছু সংস্কারক করার প্রয়োজন আছে। যেটা একটি সুস্থ নির্বাচনের জন্য এবং সঠিক রাজনীতি করার জন্য সহায়ক হবে।

স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শাহিনুল আলম। এসময় তিনি বলেন, হেলথ সিস্টেমে রাজনৈতিক নেতৃত্ব আমাদের জন্য বিরাট বোঝা হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখবেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে শুরু করে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট মেডিকেল কলেজ সবকিছুই রাজনৈতিক নিয়ন্ত্রণের অধীনে চলে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের রোগীদের কথা মাথায় রেখে এভিডেন্স উইথ মেডিসিনে চিকিৎসকদের একটা অবস্থান নেওয়া প্রয়োজন। কারণ এ দেশে ৭০ শতাংশ খরচ রোগীর পকেট থেকে যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হুমায়ুন কবিরসহ, সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুর উদ্দিন, কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডা. জহিরুল হক, ডা. ফজলুল হক, মেডিকেল কলেজের ডিজিএম মু. বেলাল হোসাইনসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net