বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন গ্রাম প্রতিনিধি সমাবেশশুক্রবার সকালে অধ্যাপক মাওলানা মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া মডেল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সভাপতি মুফতি আহমদ উল্লাহ নোমান আনোয়ারীর সভাপতিত্বে গ্রাম প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সেক্রেটারি মুফতি মাওলানা আবু নছর ছালেহ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইউছুপ আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন কোষাধক্ষ্য খন্দকার আলমগীর হোসেন।
গ্রাম প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সহ সভাপতি মাস্টার ফজলুল হক, সহ সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, ওলামা ও পেশাজীবি বিভাগ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, তালিমুল কোরআন বিভাগ সভাপতি হাফেজ জিয়াউল হক জিয়া, পেরিয়া ইউনিয়ন জামায়াত সাবেক সেক্রেটারি নাছির উদ্দীন মিয়াজী, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি কবি আফজাল হোসাইন মিয়াজী, শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক শাহজাহান গাজী, প্রচার মিডিয়া বিভাগ সভাপতি শাহ আলম মুন্সি, যুব বিভাগ সহ সভাপতি হারুনর রশীদ, জামায়াত নেতা প্রভাষক মাওলানা জোনায়েদ আহমদ বোগদাদি প্রমুখ।