1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার নিবন্ধন পেলো এনসিপিসহ তিন রাজনৈতিক দল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২ বার
  1. হাজেরা-নুর ফাউন্ডেশনের আয়োজনে এ বছর কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্কুল-মাদ্রাসার অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে  লাখ টাকার মেধাবৃত্তি প্রদান করা হবে।

মঙ্গলবার ( ৪ নভেম্বর) বিকাল ২টায় এ উপলক্ষে উপজেলার এমপিওভুক্ত স্কুল ও মাদ্রাসার প্রধানগণের সাথে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মেধাবৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়ন প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে সভায় প্রতিষ্ঠান প্রধানগণ গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা যাচাই ও প্রকৃত মেধা চিহ্নিত করতে পরীক্ষার কাঠামো আধুনিক ও মানসম্মত করার পরামর্শ দেন। স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে মেধা, মনন ও প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশে এ মেধাবৃত্তি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ২০ ডিসেম্বর ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

হাজেরা-নুর ফাউন্ডেশনের পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম জানান, এ মেধাবৃত্তির মাধ্যমে উপজেলার শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায় ও সততার চর্চা বৃদ্ধি পাবে এবং শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে।

প্রসঙ্গত, হাজেরা-নুর ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ঈদগাঁও অঞ্চলে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী, গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক আবচার উদ্দিন প্রমুখ।

মাদ্রাসা সমূহের মধ্যে ঈদগাহ আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল নুরুল আবছার কাদেরী, এজি লুৎফুল কবির আদর্শ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দ, মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জসিম উদ্দিন, ইছাখালী দাখিল মাদ্রাসার সুপার এমদাদুল হক, ভোমরিয়া ঘোনা হাজী শফিক দাখিল মাদ্রাসার সুপার নুরুল হাকিম, পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল আবছার, নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসার সুপার ফোরকান আহমদ, ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুল গফুর প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির পক্ষে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষক মোহাম্মদ সানা উল্লাহ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নূরুল ইসলাম, ঈদগাহ আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন সাজেদ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল খালেক ও ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মঈন উদ্দিন উপস্থিত থেকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরীক্ষা অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net