আবু হুমাইর, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভেসে যাওয়া একটি যাত্রীবাহী বোট থেকে ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাহপরীরদ্বীপ সংলগ্ন গোলারচর এলাকা থেকে বোটটি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, এমভি মায়ের দোয়া নামের বোটটি টেকনাফের কায়োকখাল ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে গোলারচর এলাকায় পৌঁছালে বোটটির শ্যাফট ভেঙে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পানিতে ভেসে থাকতে থাকে।
তিনি আরও জানান, পরিস্থিতি বুঝতে পেরে কোস্ট গার্ডের শাহপরীরদ্বীপ আউটপোস্টের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বোটসহ সকল ৪৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে তীরে আনা হয়।
উদ্ধারের পর যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, নাফ নদী ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও তাদের এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।