কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার (৫ই ডিসেম্বর) উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড তার নিজ বাড়ী হইতে যৌথবাহিনী ও কর্ণফুলী থানার যৌথ উদ্যোগে অভিযানে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রাশেদ নুর রাশু (৩৮) উত্তরবন্দর ০২নং ওয়ার্ড খোট্টা পাড়া কর্ণফুলী তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে অত্র এলাকার মৃত রাজ্জাক নুর এর পুত্র।
থানা সূত্রে বলছে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছে থাকা দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, যৌথ বাহিনী অভিযানে ১টি দেশীয় অস্ত্র ও ৩ টি কার্তুজসহ আসামীকে গ্রেফতার করা হয়েছে।ধারা-১৮৭৮(১৯)এ সালের অস্ত্র আইনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।