মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হোগলাগাঁওয়ে হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল, নূরানী ও হাফিজি মাদরাসার উদ্যোগে ৪৯তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই ধর্মীয় মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা ড. শহীদুল ইসলাম বারাকাতী। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ডিরেক্টর এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত মাদরাসার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ আবুল বাশার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর-এর শিক্ষা সচিব ও ঢাকা মাসজিদুন নূর, ওয়ারীর খতিব মুফতি হাবিবুল্লাহ মিজবা, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যাপক ও ঢাকা গুলশান শাহাজাদপুরের খতিব মাওলানা শাহ্ মোঃ ওয়ালিউল্লাহ্ বিক্রমপুরী এবং উক্ত মাদরাসার সাবেক সুপারিনটেনডেন্ট আলহাজ্ব মাওলানা আতিয়ার রহমান। উপস্থিত ছিলেন মাদরাসার দাতা সদস্য ও এতিম খানার সভাপতি নাজমুল শাহাদাৎ নয়ন।
ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী মুসল্লিদের জন্য পর্দাসহ পৃথকভাবে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়।
মাহফিলের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বক্তা মাদরাসার হাফেজ ছাত্রদের নিজ হাতে পাগড়ি পরিয়ে দেন, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে ধর্মীয় আবেগ ও উৎসাহ সৃষ্টি করে।