1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ রমজানের শেষ দশকের ইবাদত, এতেকাফ : গুনাহ মাফের উত্তম পন্থা : ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

আজ রমজানের শেষ দশকের ইবাদত, এতেকাফ : গুনাহ মাফের উত্তম পন্থা : ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ১৮০ বার


আজ ২০ রমজান আছরের নামাজ আদায় করে তারপর এতেকাফে গমন করতে হয়। উক্ত লেখা বিষয়টি পাঠকের সুবিধার্থে তুলে ধরেছেন বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার।

রমজানুল মোবারকের আজ ২০ তারিখ, বৃহস্পতিবার। ২০ রমজানের পর থেকে এ মাসের শেষ দিন পর্যন্ত একটি বিশেষ ইবাদতের দিন সময় রয়েছে। যাহাকে বলা হয় লাইলাতুলকদর। দিনের ২৪ ঘন্টাই মসজিদে অবস্থান ও ইবাদত – বন্দেগিতে কাটানোর এই ইবাদতটির নাম হচ্ছে এতেকাফ। বিশ্ব নবী রাসুলুল্লাহ সাঃ প্রতি বছর রমজানের শেষ ১০ দিন এতেকাফ করতেন। তাঁর ইন্তেকালের পরে তাঁর উম্মাহাতুল যতদিন শর্ত করা হবে ততদিন এতেকাফ করা ওয়াজিব। ওয়াজিব এতেকাফের জন্য রোজা রাখা শর্ত। সুন্নত এতেকাফ ভঙ্গ করলে তা পালন করা ওয়াজিব হয়ে যায়।

পবিত্র মাহে রমজানের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হলো এ’তেকাফ করা। এ’তেকাফ এমন এক ইবাদত যা মানুষের উপর নৈতিক ও আধ্যাত্মিক প্রভাব সৃষ্টি করে এবং মানুষকে পরহেজগারির পথে পরিচালিত করে আল্লাহর নৈকট্য অর্জনের পথ বাতলে দেয়। রমজানের এ’তেকাফ করা সুন্নতে মোয়াক্কাদায়ে কেফায়া। অর্থাৎ কিছুসংখ্যক মানুষ আদায় করলেই সকলের পক্ষ থেকে সুন্নতে কেফায়া আদায় হয়ে যাবে। কিন্তু কেউই আদায় না করলে সকলেই গুনাহগার হবে।

এ’তেকাফ’ আরবি শব্দ। এর অর্থ হলো অবস্থান করা বা আবদ্ধ রাখা। পরিভাষায় এ’তেকাফ হলো ইবাদতের উদ্দেশ্যে ইতিকাফের নিয়তে নিজেকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত আবদ্ধ রাখা। যিনি এ’তেকাফ করেন, তাঁকে ‘মু’তাকিফ’ বলে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন: যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির স্থান করলাম, আর তোমরা মাকামে ইব্রাহিম নামাজের জায়গা বানাও এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তওয়াফকারী, এ’তেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সঙ্গে মেলা-মেশা কর না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া সীমানা। অতএব, এর কাছেও যেয়ো না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ তাঁর আয়াতগুলো মানুষের জন্য, যাতে তারা তাকওয়া লাভ করতে পারে। (আল কুরআন; ২ : ১২৫)

এতেকাফ লাইলাতুল কদরের ফজিলত ও মর্যাদা লাভের নিশ্চিত একটি মাধ্যম। কেননা রাসুল স. বলেছেন-রমজানের শেষ দশকের রাতগুলোর যেকোনো একটিতে লাইলাতুল ক্বদর রয়েছে।
(সহিহ মুসলিম)
হযরত আয়েশা রা. বর্ণনা করেন, রাসূল সা. রমজান মাসের শেষ দশকে মসজিদে এতেকাফ করতেন। তার মৃত্যু পর্যন্ত তিনি এ আমল অব্যাহত রেখেছেন।
(সহিহ বোখারি)
অন্য এক হাদীসে এসেছে- এতেকাফের দ্বারা জাহান্নাম দূরে চলে যায়। রাসূল সা. বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এক দিন এতেকাফ করবে আল্লাহ তায়ালা তার ও জাহান্নামের মাঝে তিন পরিখা পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন; যার দূরত্ব দুই দিগন্তের দূরত্বের থেকে বেশি দূরত্ব হবে। (কানযুল উম্মাল)
রাসূল সা. আরও বলেছেন, যে ব্যক্তি রমজানে দশ দিন এতেকাফ করবে তার আমল দুই হজ ও দুই ওমরার সমতুল্য। (সহীহ বুখারী)।
আল্লাহ তায়ালা আমাদেরকে রমজানের শেষ দশকে এতেকাফ করার তাওফিক দান করুন। আমিন।

লেখকঃ অধ্যক্ষ সৈয়দপুর শামসিয়া ফাজিল ( ডিগ্রি ) মাদ্রাসা – সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা। সমাজসেবী ও মানবাধিকার সংগঠক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net