1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসছে, নাদিয়া - আখম হাসানের "ভাবের চেয়ারম্যান" - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের গ্রাম প্রতিনিধি সভা অনুষ্ঠিত সাবেক আইজিপি মামুনের জবানবন্দি হাসিনার দুঃশাসনের অকাট্য দলিল : চিফ প্রসিকিউটর চাঁদাবাজির মামলায় প্রতারক সিকদার লিটনের জামিন আবেদন নাচক ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই : আপিল বিভাগ জুলাইয়ে আহত ১৫৬০ জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে: হাইকোর্ট ভিপি নুর ও লুৎফরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে রায় ঘোষণা শুরু জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা: আইন উপদেষ্টা

আসছে, নাদিয়া – আখম হাসানের “ভাবের চেয়ারম্যান”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ২৭৩ বার

বিনোদন ডেক্স : সাম্প্রতিক পুবাইলের মনোরম লোকেশনে নির্মিত হল একক নাটক “ভাবের চেয়ারম্যানের” কাজ। নাটকটি রচনা করেছেন ,মোঃ সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেছেন শাখাওয়াত হোসেন শওকত। গ্রাম্য পটভূমিতে নির্মিত এ নাটকটি গ্রামবাংলার মানুষের জীবনের খুব কাছের গল্প নিয়ে নির্মিত। কমেডি এবং শিক্ষনীয় বিষয় সমৃদ্ধ এ নাটক নির্মাণ প্রকল্পে নাটকের পরিচালক, শাখাওয়াত হোসেন শওকত জানান,

গ্রামীণ জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনাকে উপলব্ধি করে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের দীর্ঘদিনের চেয়ারম্যান কলিম সাহেব দীর্ঘ ২০ বছর ধরে গ্রামের মানুষের ভালবাসায় বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। এ থেকে তার ছেলে বজলু ধরে নিয়েছিল বাবার পড়ে সেই গ্রামের চেয়ারম্যান নির্বাচিত হবে। তাই সে বাবার অনুপস্থিতিতে গ্রামের মানুষের সাথে চেয়ারম্যানের মতো আচরণ শুরু করে।কিন্তু তার বাবা জানতেন চেয়ারম্যান হিসেবে তার ছেলে মোটেও যোগ্যতাসম্পন্ন নয়। তাই বাবার অনুপস্থিতিতে যখন সে একের পর এক ভুল বিচার করছিল তখন সে পথে বাধা হয়ে দাঁড়ায় তার প্রেমিকা রেশমি। রেশমি নিজেও উপলব্ধি করেছিল বজলু মানুষ হিসেবে ভালো।কিন্তু সে তার বাবার মতো যোগ্যতাসম্পন্ন নয় বিশেষ করে চেয়ারম্যান হওয়ার ব্যাপারে। তাই সে তাকে বারবার তাগিদ দিচ্ছিল যে, সে যেন চেয়ারম্যান হওয়ার চেষ্টা না করে। তার যোগ্যতায় সে যা করতে পারে সেই কাজটি যেন সে করে। কিন্তু বজলু রেশমির কথা শুনতো না। সে একের পর এক গ্রামবাসীর উপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতো। একটা সময় তার ভুল বিচারে একটা ভয়ঙ্কর পরিনাম ডেকে আনে। যার মাধ্যমে বজলু উপলব্ধি করতে পারে যে চেয়ারম্যানের ছেলে হলেই চেয়ারম্যান হওয়া যায়না। চেয়ারম্যান হতে হলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হয়। একটা শিক্ষনীয় বিষয় মাধ্যমে নাটকের কাহিনীর পরিসমাপ্তি ঘটে।

পরিচালক শাখাওয়াত হোসেন শওকত জানান, নাটকের গল্পটি এতই মজার এবং প্রাণবন্ত ছিল যে শুটিং ইউনিটে বসে উপলব্ধি করতে পারিনি যে অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছে।খুব উৎফুল্ল মনে সবাই তার নিজের চরিত্রকে ফুটিয়ে তুলেছে। আশা করি এই নাটকটি সবার মন জয় করবে।

নাটকের প্রধান দুটি চরিত্র বজলু এবং রেশমির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আ খ ম হাসান এবং নাদিয়া আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আ ,হান্নান ,শেলী,আহসান কবির,সুবর্ন সিকদার,হেদায়েত নান্নু,শামিম,জুয়েল, এবং আফতাব মিয়া সহ আরো অনেকে। আসছে ঈদে একটা বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে বলে পরিচালক আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net