1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে টিসিবির দোকান ভাঙচুরের মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার মেহেদী শামীম সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান তিনটি জাতীয় সংসদ নির্বাচনের অভিযোগ পর্যালোচনায় কমিশন গঠন ৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জুলাই সনদের অনিশ্চয়তা ও নতুন সংবিধানের পূর্বাভাসে রাজনৈতিক ভূচিত্রের রূপান্তর ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয় সন্ত্রাসীদের কোন দল নাই, তাদের পরিচয় সে সন্ত্রাসী – এদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন – আমিনুল হক  টঙ্গীতে ৩৬ ঘণ্টা পর ম্যানহোলে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার টেলিগ্রামে সক্রিয় আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের

আদিতমারীতে টিসিবির দোকান ভাঙচুরের মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ২৬৩ বার

মোঃ জাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি , লালমনিরহাট/১ জুলাই।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় টিসিবি’র দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী (৫৫) কে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

বুধবার ১ জুলাই আদিতমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাংলাদেশ আওয়ামী লীগ পলাশী ইউনিয়ন শাখার সভাপতি।

উক্ত মামলার বাদী টিসিবি ডিলার নুরবক্ত মিয়া আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের আবুল হোসেনের পুত্র। তিনি স্থানীয় নামুড়ী বাজারের ওষুধ বিক্রেতা ও টিসিবি পণ্যের ডিলার।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকার এক এজেন্সির মাধ্যমে সৌদিতে কাজে যান পলাশী ইউনিয়নের নামুড়ী বাজারের টিসিবি ডিলার নুরবক্ত মিয়ার ভাই নুরে আলম। পরে একই এজেন্সির মাধ্যমে উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর নাতিও সৌদিতে যান। নুরবক্ত মিয়ার ভাইয়ের কাগজ সঠিক থাকলেও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর নাতির কাগজ ঠিক না থাকায় তিনি অবরুদ্ধ রয়েছেন।

তার নাতিকে সৌদিতে বিক্রি করা হয়েছে মর্মে অভিযোগ তুলে গত ৮ জুন সন্ধ্যায় চেয়ারম্যান শওকত আলী দলবল নিয়ে নুরবক্ত মিয়ার টিসিবির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে বাধা দিলে ডিলার নুরবক্ত মিয়াকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই নুর হোসেন ও প্রতিবেশী আনারুলও গুরুত্বর আহত হয়। এ সময় দোকানে থাকা টিসিবির পণ্য বিক্রির ২লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ছুটে এলে দলবল নিয়ে পালিয়ে যান চেয়ারম্যান শওকত আলী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় টিসিবি ডিলার নুরবক্ত মিয়া বাদী হয়ে পরদিন ৯ জুন চেয়ারম্যান শওকত আলীকে প্রধান আসামী করে ১০জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় বুধবার ১ জুলাই আদিতমারী এলাকা থেকে প্রধান আসামী চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net