শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে মঙ্গলবার ৭জুলাই বিট পুলিশ অফিসারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এরই মধ্যদিয়ে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়ার থানার ওসি মো. হাবিবুর রহমান। এসময় হারবাং ফাঁড়ির আইসি আমিনুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের এমইউপি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।