মোঃসাইফুল্লাহঃ
মাগুরায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোক বিন্দু’র কার্যনিবাহী পরিষদের সভা ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালীর অগ্রগামী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সvভায় নবগঠিত কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ বারিক আনজাম বারকি,কাউন্সিলর সাকিব হাসান তুহিন,সাংবাদিক এস আলম তুহিন,সহ-সভাপতি তনিমা আফরোজ,সাধারণ সম্পাদক রাব্বি হোসেন,যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান,তমা আক্তার ও কার্যনিবাহী সদস্য ঝন্টু কুন্ডু সহ আরো অনেকে।
সভায় সংগঠনকে আরো গতিশীল,আগামীদিনের কার্যক্রম ও নতুন কমিটির কার্যপ্রনালী নিয়ে আলোচনা করা হয় । সভায় সংগঠনের ২০ জন সদস্য অংশ নেয়