শরীয়তপুর প্রতিনিধি ঃ
নদী ভাঙ্গা বন্যার্ত,অসহায় গোসাইরহাট ইউনিয়নের ১১১জন মানুষ পায়নি সরকারী ত্রান# আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে মাজেদুল হক মালত এর দূর্নীতিতে এলাকার মানুষ অতিষ্ঠ। এলাকার ইউনিয়ন আওয়ামীলীগের নেতাদের সাথে কথা বলে এর সত্যতা মিলেছে। সরকারি ত্রান এলাকার মাননীয় সংসদ সদস্যের নামে থাকলে তা না বলে এলাকায় মাজেদ মালতের ত্রান বলে চালিয়ে দেয়।
সরকারী ত্রান পাওয়ার কথা ছিলো অসহায়, দুস্থ্য নদীভাঙ্গা বন্যার্তদের। কিন্তু ত্রান বিতরণ করা হয়েছে পরিচিত, আত্মিয় স্বজনদের মাজে। এনিয়ে এলাকার মানুষের মাজে চাপা ক্ষোভ বিরাজ করছে। ত্রান বিতরন করার দায়িত্ব ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মিদের কিন্তু মাজেদ মালত সবাইকে উপেক্ষা করে নিজের নামে প্রচার করতে থাকে। বর্তমানে মাজেদ মালত আওয়ামীলীগের দলীয় কোন পদে নেই। তারপরও তার প্রভাবে এলাকায় দেন দরবার নিয়েও নানা গুন্জনের কথাও শুনা যায়।