মোঃ নুর মালেক, আরব আমিরাত থেকেঃ
প্রবাসী বাংলাদেশীদের অধিকারসহ নানা বিষয় নিয়ে ১১ সেপ্টেম্বর রোজ শুক্রবার সংযুক্ত আবার আমিরাতের শারজা সিটি শারজা সৌদিয়া মসজীদের পাশবর্তী খেজুর পার্কে বাংলাদেশ প্রবাসি অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শাখার ব্যবস্হাপনায় সাংগঠনিক সমাবেশ এর আয়োজন করা হয়।
দুবার শাখার সমন্বয়ক মোহাম্মদ হাবিব সঞ্চালনায় ও শারজা শাখার সমন্বয়ক মোহাম্মদ আাসাদুর রহমান সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসি অধিকার পরিষদ আরব আমিরাত এর সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান , আরিফ জয়, সাব্বির খান ।
কভিট-১৯ রোধে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সেফটি রুলস অনুসরণ করে শারজার মিউনিসিপালিটি অফিসারদের পর্যবেক্ষণ ও সার্বিক সহযোগীতায় অনুস্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মোহাম্মদ সাব্বির খান।আলোচনায় বক্তারা সকল প্রবাসীর ন্যায্য, যৌক্তিক, মৌলিক, নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা , ৩২৮ জন প্রবাসীর মুক্তির দাবিতে আন্দোলনের রুপরেখা, ওমানের জাফর হত্যা, সৌদির মুন্সী হত্যার বিচারের দাবি, দালাল ও মানবপাচারকারী রোধে ও করনীয়, রেমিট্যান্স খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আন্দোলনের রুপরেখা, সকল দেশের সকল প্রবাসীকে প্রবাসী অধিকার পরিষদের প্লাটফর্মে নিয়ে আসার উপর আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মোফাজ্জল , মোঃ হেলাল , মো ফরিদ উদ্দিন, মোঃ আনিস ,মোঃ মনির আবদুর সালাম, সাফাই উদ্দীন খালেদ,মহিন উদ্দিন , জহির, মোঃ নূর, মুহিবুর জুয়েল , ওমর ফারুক , নাসির উদ্দিন এনামুল , সুজন মোল্লা মুনসুর, মনির , মোতাব্বির,মাকসুদা আক্তার রোকসানা ময়না রিহাত, ফাতিমা সহ শারজাহ শাখার সকল কর্মী বৃন্দ।
পরিশেষে সংগঠনের সকল সদস্যের মাঝে র্টি শার্ট বিতরন ও গ্রুপ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানে।