মোঃ সাইফুল্লাহ;
মাগুরায় যাত্রী ছাউনী নির্মান কাজে বাধা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মান্দারতলা গ্রামে ১৩ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে জেলা ছাত্রলীগের এক সহসভাপতির বাড়িসহ অন্তত ৮টি বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এলাকার ভুক্তভোগীরাসহ অনেকেই জানান- রাজনৈতিক বিরোধের সূত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিতের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
ঘটনার সত্যতা জানতে চাইলে হুমাউনুর রশিদ দাবি করেন, রাজনৈতিক নেতাদের নামে কটূক্তি ও বিশ্রী ভাষায় গালিগালাজ করায় নেতাদের সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে বলে শুনেছি।
এ দিকে হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি ঢাকাতে ছিলাম, আজই (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে পূর্বাশা পরিবহনে ঢাকা থেকে ওয়াপদা মোড়ে নেমে গন্ডগোল ও ভাংচুরের ঘটনা দেখি এবং পুলিশের কাজে সহযোগিতা করি, ‘সম্প্রতি ওয়াপদা বাজারে একটি যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেয় মাগুরা জেলা পরিষদ। কিন্তু নিজেদের মার্কেটে যাতায়াতে অসুবিধা হবে দাবি করে শনিবার ওই কাজে বাধা দেয় ছাত্রলীগ নেতা মুন। এ সময় স্থানীয় এমপিসহ আমাকে নিয়ে কটূক্তি ও গালাগালি করে ছাত্রলীগের কিছু নেতা। নেতাদের নিয়ে এরুপ গালাগালি শুনে স্থানীয় কিছু মুরুব্বিরা প্রতিবাদ জানাই। এরই জের ধরে দলীয় কর্মীরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে বলে শুনেছি। তবে এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ সাংবাদিকদের জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে যাত্রীছাউনি নিয়ে বিরোধের সূত্রপাত বলে জেনেছি। এ অভিযোগে এখনো কোনো মামলা হয়নি, তবে ৪/৫টি বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু বলেন, ‘যাত্রীছাউনির কারণে ওখানে একটি মার্কেটে যাতায়াতের সমস্যা হচ্ছে বলে শুনেছি। বিষয়টি নিয়ে ছাত্রলীগ নেতা গোলাম সরোয়ার আমার কাছে এসেছিলো। আমি কাজ স্থগিত রাখতে বলেছি। সরেজমিন দেখে বাকি সিদ্ধান্ত হবে বলে জানিয়েছি। তবে আজকের হামলার ঘটনা কি নিয়ে, তা এখনো ভালো মত জানতে পারিনি।আর আমি অসুস্থ থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে পুলিশ সুপারকে বলেছি বিষয়টা যেন নিরপেক্ষ ভাবে দেখেন।