চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পৌর মেয়র নাজিম উদ্দিন সামসুর পিতা মরহুম মুসলিম উদ্দিনের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ই সেপ্টেম্বর) রাতে মুসলিম প্লাজায় মরহুম মুসলিম উদ্দিন চেয়ারম্যানের স্মরণ স্মৃতিচারণ করে অনেকেই বক্তব্য রাখেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামসু, এডঃ মীর সিরাজ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, চুনারুঘাট ব্যকস সেক্রেটারি আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুদ, বিএনপি নেতা সামসুল হক তালুকদার, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, মিরাশী প্রবাসী সংগঠনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবেদীন রিপন, মাসুক আহমেদ, সিসিটিএনের ব্যবস্থাপক নাসির উদ্দীন সহ অনেকেই।