1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কচুয়ায় অনলাইন সভায় বিভাগীয় কমিশনার ড.মু.আনোয়ার হোসেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

কচুয়ায় অনলাইন সভায় বিভাগীয় কমিশনার ড.মু.আনোয়ার হোসেন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬৮ বার

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনলাইন সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার ড.মু.আনোয়ার হোসেন হাওলাদার একথা বলেন।

তিনি আরো বলেন, বাল্য বিবাহ রোধ,জঙ্গী বিরোধী অবস্থান, প্রতিটি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদীহিতা বৃদ্ধি করতে পারলে প্রতিটি কাজের গুনগতমান বৃদ্ধি পাবে এবং টেকশই উন্নয়ন সম্ভব হবে।

জেলা প্রশাসনের আয়োজনে করোনা ব্যবস্থাপনা প্রতিরোধ,বাল্যবিবাহ রোধ এবং দুর্নীতি প্রতিরোধ, উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী,অভিবাবকদেও সচেতনতা মুলক অনলাইন সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সঞ্চালনায় এ অনলাইন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জণ সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম তালুকদার ও মাধ্যমিক পর্যায়ের দুজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে তিনি কচুয়া উপজেলা পরিষদের সামনে একটি গাছের চারা রোপন করেন। পরে তিনি উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন কার্যালয় ঘুরে দেখেন। এসময়ে কচুয়া প্রেসক্লাবের তিন যুগ পুর্তিতে প্রকাশিত স্মরণিকা প্রধান অতিথির হাতে তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net