নিজস্ব প্রতিবেদক
পূর্ব শত্রুতার জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করে পাশ্ববর্তী প্রতিবেশি পরিবারের সদস্যরা। গত (১৮ সেপ্টেম্বর) শুক্রবার রাত ৯ টারদিকে এ হামলার ঘটনা ঘটে। বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমন্দী ০৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইদ্রিস কমান্ডার এর মেঝ ও ছোট ভাই মো আবুল কাশেম ও বদিউর আলম এবং ভাতিজা মোঃ আজাদের উপর একিই গ্রামের বাসিন্দা ১। মোঃ তৌহিদ,২ কামাল উদ্দীন,৩ জানে আলম,৪ মোঃ বাসিল,৫ মোঃ সেলিম, হামলা করে। উক্ত হামলার ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ২-৩ জনের বিরুদ্ধে থানায় মামলা এজাহার দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে কামাল উদ্দীন নামে এক হামলাকারীকে আটক করেন । বোয়ালখালি থানার সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুল কুদ্দুস ঘটনা সত্যতা স্বীকার করে বলেন হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।