1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোথায় স্বর্গ ? কোথায় নরক ? কে বলে তা বহুদূর ? : কবি শেখ ফজলল করিমের ৮৪তম প্রস্থান দিবস আজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুলাদীতে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখাল বাংলাদেশ চৌদ্দগ্রামে হালচাষের সময় ট্রাক্টর উল্টে হেলপার নিহত ডাকসুতে নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক.. নতুন দিনের নেতৃত্বের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন: মির্জা গালিব নাঙ্গলকোটে দ্বীন শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কোথায় স্বর্গ ? কোথায় নরক ? কে বলে তা বহুদূর ? : কবি শেখ ফজলল করিমের ৮৪তম প্রস্থান দিবস আজ

আব্দুল হাই সিকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৩৫ বার

বেগম রোকেয়ার জন্মের ৩ বছর পর , কাজী নজরুল ইসলামের আবির্ভাবের ১৬ বছর আগে , আজকের জেলা শহর লালমনিরহাট থেকে ২০ কিলোমিটার দূরে গহীন গ্রাম কাকিনা’য় , ১৪ এপ্রিল ১৮৮৩ তে ধরাধামে পা রাখেন শেখ ফজলল করিম ।

১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর , তিনি তাঁর নশ্বর দেহ ত্যাগ করে চলে যান অন্তহীন অজানায় ।
পিছনে রেখে যান ,
“ কোথায় স্বর্গ ? কোথায় নরক ? কে বলে তা বহুদূর ? “,
“ ধানের ক্ষেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মত “ ,
কিংবা , “ বাঁচতে হলে লাঙ্গল ধর আবার এসে গাঁয় “এর মতো বহু অবিস্মরণীয় পংক্তিমালা ।
পিছনে রেখে যান , কবিতা , উপন্যাস , নাটক , ইতিহাস , গবেষণা , জীবনী ও শিশু সাহিত্যসহ ৫০টি গ্রন্থের এক প্রাণবন্ত ভুবন ।

কলকাতাকেন্দ্রিক সংকীর্ণ ও উপনিবেশবাদের সেবায়েত তৈরীর রেঁনেসার বাইরে , বিংশ শতাব্দীর প্রারম্ভে শুরু হয় মুসলমানদের মানবিক রেঁনেসা ।সাহিত্যে এই নবজাগরণের অন্যতম অগ্রনায়ক ছিলেন শেখ ফজলল করিম । মুসলমান ও হিন্দুরা তাঁকে সাদরে বরণ করেছিল ঐকান্তিক আগ্রহে ।

কবিতা ছিল তাঁর নিজের হৃদয়ের মতোই স্নিগ্ধ , সহজ , সুন্দর ও ব্যান্জনাময় ।
গদ্যেও তাঁর অবদান অসামান্য । তখন বঙ্কিমের কাল শেষ । মাথার উপরে বিরাজ করছেন রবীন্দ্রনাথ । তিনি তাঁদের ছায়াও মাড়ালেন না । সৃষ্টি করলেন সম্পূর্ণ নতুন এক গদ্য ভাষা ।
অসীম দরদ , স্বজাতি প্রীতি , অসাম্প্রদায়িক মনোভঙ্গি এবং মানবিকতাই ছিল সৃষ্টিমুখরতার মর্মমূলে ।

সাময়িকপত্র সম্পাদনাতেও তিনি রেখে গেছেন তাঁর প্রতিভার সাক্ষর । এ ক্ষেত্রেও তাঁর সৃষ্টিশীলতা তাঁকে প্রবাহিত করেছে সামাজিক অঙ্গীকারে ।
ভাবা যায় , সেই ১৯০৮ সালে আলোকিত কলকাতা থেকে শত শত মাইল দূরে , কাকিনার মতো অজপাড়াগাঁ থেকে বের করছেন মানসমৃদ্ধ নিয়মিত
সাহিত্য মাসিক “ বাসনা “ !
আবার পত্রিকাটিকে সচল রাখার জন্য স্বগৃহেই স্থাপন করেছেন ছাপাখানা “ সাহাবিয়া প্রিন্টিং ওয়ার্কস “ !
সেই সময়কার বাংলার সকল গুরুত্বপূর্ণজনই ছিলেন তাঁর লেখক।
এছাড়া আছে তাঁর সম্পাদিত কল্লোলিনী , জমজম ও রত্নপ্রদীপ । মাত্র ১০ বছর বয়সে “ রত্নপ্রদীপ “ তিনি হাতে লিখে প্রকাশ করতেন ।আমাদের সাহিত্যের ইতিহাসে সেটাই প্রথম হাতে লেখা দেয়াল পত্রিকা ।

একথা বলতেই হয় , মীর মশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের সঙ্গেই কেবল তুলনীয় তাঁর বহুমাত্রিক প্রতিভা ।

১৯৯৪ সালে আমার টিভি ম্যাগাজিন “ কথামালা “ র জন্য , বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে , এই কীর্তিমান সাহিত্যসাধকের উপর নির্মাণ করেছিলাম ৫৫ মিনিটের তথ্যচিত্র । সেটাই তাঁর উপর প্রথম পূর্ণাঙ্গ কাজ।
সে কাজে কথাশিল্পী মোশারেফ হোসেন সাজাহান ও বন্ধু আসাদুল হাবিব দুলুর অনেক সহযোগিতা পেয়েছিলাম ।
সে তথ্যচিত্রটি হয়তো বিটিভির আর্কাইভসে নাই ।
শত্রুর কর্ম সংরক্ষণের দায়িত্ব বর্তমান কর্তৃপক্ষ নেবে কেন !
তা সে কর্ম যত গুরুত্বপূর্ণই হোক !

শেখ ফজলল করিমের স্মৃতির প্রতি পেশ করছি আমার গভীর শ্রদ্ধা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net