প্রতিনিধি, সাতকানিয়া, চট্টগ্রাম :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদ এলাকায় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে দুজন।
আহতরা হলেন- পশ্চিম আমিলাইশ এলাকার নুরুল ইসলামের ছেলে জাহিদুর ইসলাম (২৫) ও একই এলাকার মো. কাউসার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার আমিলাইষ ইউনিয়নের ব্যাংক মাঠে পশ্চিম আমিলাইষ ও দক্ষিণ আমিলাইষের মধ্যে ফুটবল টুর্নামেন্ট হয়। খেলায় এক পক্ষের খেলোয়াড়কে ল্যাং মারার অজুহাতে দুই পক্ষের বিরোধ বাধে।
এ ঘটনা নিয়ে তৎক্ষণাৎ বাগবিতণ্ডাকে ঘিরে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। তারই জেরে রোববার আবারও দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করেনি। মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।