সাতকানিয়া, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত ১ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার নাম অনিল চন্দ্র শীল (৫৮)। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খাগরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খাগরিয়ার মৃত ধনঞ্জয় শীলের পুত্র আসামী অনিল চন্দ্র শীল পার্বত্য জেলা বান্দরবানের থানচি থানার একটি মামলায় ৩০ বছর আগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে মামলার রায় ঘোষণার পর থেকে পলাতক ছিল।
গোপন সংবাদে ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত অনিল চন্দ্র শীলের বিরুদ্ধে বান্দরবানের থানচি থানার একটি মামলায় ৩০ বছর আগে যাবজ্জীবন কারাদণ্ড হয়।
তিনি আরও জানান, রায়ের পর থেকে অনিল দেশে ও বিদেশে পালিয়ে বেড়াচ্ছিল। সোমবার তাকে আদালতে হাজির প্রেরণ করা হয়েছে।