1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ৪ গ্রামের ৫শত পরিবার সন্তাসী হামলার আতংঙ্কে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার  অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ বরখাস্ত ২ মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে ৪ গ্রামের ৫শত পরিবার সন্তাসী হামলার আতংঙ্কে

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ১৫৪ বার

লালমনিরহাটে ২ সন্তানের জননী মোছাঃ বানু বেগম প্রতিবেশী দেবর রফিকুল ইসলামের সাথে বিয়েতে রাজি না হওয়া কে কেন্দ্র করে। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের তালুক চোংগাদ্বার গ্রামের রফিকুল ইসলামের সাথে বানু বেগমের স্বামী অাজিজুল ইসলামসহ এলাকাবাসী মহুবার রহমান এর সাথে বাক – বিতন্ডার সৃষ্টি হয় এরই জের ধরে গত ১লা নভেম্বর রোববার রাত ১ টার দিকে রফিকুল ইসলাম ১০০ জনের সন্তাসীর দল লাঠি, বল্লম, রাম দা নিয়ে বানু বেগমের স্বামীসহ এলাকাবাসীর উপর হামলা চালাতে গেলে ১জন গ্রামবাসী মসজিদের মাইকে প্রচার করে দেন গ্রামে ডাকাত ঢুকেছে।

এলাকাবাসী মাইকে এমন প্রচার শুনে পুরুষ- মহিলা জুড়ো হতে লাগলে উক্ত সন্তাসীর দল পালিয়ে যায়। তারা পালিয়ে এসে । সন্তাসীর মূলহোতা একই ইউনিয়নের অাইয়ুব অালীর ছেলে ওবায়দুল ও খামার পাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম তাদের ভাড়াটে সন্তাসীদের লেলিয়ে দিয়ে ৪ গ্রামের প্রায় ৫ টি পরিবার কে মেরে ফেলার হুমকী অব্যহত রেখেছে। সন্তাসীরা খামারপাড়া, তালুক চোংগাদ্বার,কামারপাড়া ও ছেকনাপাড়া গ্রামসহ উক্ত ৪ গ্রামের সাধারন জনগনকে মেরে ফেলার হুমকী দিয়ে অাসছেন। বৃহস্পতিবার সরেজমিনে ওই এলাকায় গেলে এলাকাবাসী ছেকনাপাড়া গ্রামের অাজহার অালীর ছেলে নুরুল হক, চোংগাদ্বার গ্রামের হামেজ উদ্দিনের ছেলে মহুবার রহমান,মৃত্যু হামেজের ছেলে মজর অালী, হাফেজ উদ্দিনের ছেলে রাশেদুল, খামারপাড়া গ্রামের করিম উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন, ছাবেদ অালীর ছেলে শফিকুল, ছেকনাপাড়া গ্রামের শাহানত উল্লাহর ছেলে অাব্দুর রাজ্জাকসহ ৩শতাধিক গ্রামবাসী সাংবাদিকদের জানান, গত ৩১ অক্টোবর থেকে এযাবত ৪ গ্রামের জনগন হাট- বাজারে বন্দর শহরে যেতে পারছে না। এঘটনায় মোছাঃবানু বেগম ও মহুবার রহমান পৃথক ২ টি মামলা মামলা দায়ের করলেও লালমনিরহাট সদর থানা পুলিশ সন্তাসীদের গ্রেফতার না করায় ওবায়দুল ও রফিকুল বেপরোয়া হয়ে রামদা নিয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। এলাকাবাসীরা জানান, পুলিশ কঠোর ব্যবস্হা না নিলে বড় ধরনের সংঘষেঁর অাশংকা রয়েছে। অসহায় মোছাঃ বানু বেগম কে লম্পট রফিকুল ইসলাম ভয়- ভিতি দেখিয়ে প্রায় ২ মাস থেকে অবৈধ ভাবে মেলা মেশা করে অাসছিল। একপযায়ে এলাকাবাসীর সহযোগীতায় রফিকুলের অবৈধ কাজের প্রতিবাদ করলে লম্পট রফিকুল ইসলাম সন্তাসী কমঁকান্ডে লিপ্ত হন। তাদের ভয়ে এলাকাবাসী বাড়ি থেকে বেড় হতে পারছেন না। বৃহস্পতিবার তারা বিক্ষোভ মিছিল করে সন্তাসীদের গ্রেফতারের দাবি জানান, হারাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, উভয় পক্ষের সাথে কথা বলে মিমাংসা করে দেয়ার চেষ্টা চলছে। বৃহস্পতিবার ৩টা ৫২ মিনিটে লালমনিরহাট সদর থানার ওসি শাহা অালম এর সাথে যোগাযোগ করা হলে তিনি মামলা হওয়ার কথা শিকার করে বলেন, লম্পট রফিকুল ইসলাম কে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net