লাভলু শেখ, স্টাফ রিপোটার:
লালমনিরহাটে বিষাক্ত মদ পান করে ২ জনের মৃত্যু ও ৩ জন গুরুত্বর অসুস্হ্য হওয়ার খবর নিশ্চিত করেছে কালিগন্জ থানার পুলিশ।
জানা গেছে লালমনিরহাটের কালিগন্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্ধেরকুড়া গ্রামের খয়বর রহমানের ছেলে হাফিজুর রহমান (হাবু) (২৮) ও একই গ্রামের রাংগুর ছেলে রনজিত (৩৫)সহ ৫ জন এক সাথে শুক্রবার রাতে মদ পান করে। তারা সকলেই অসুস্হ্য হয়ে পড়লে শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রনজিত ও হাফিজুর রহমান ওরফে হাবু মারা যায়। এদের মধ্যে অপর ৩ জন অসুস্হ্য অবস্হায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও এলাকাবাসীর ধারনা বিষাক্ত মদ পান করায় তারা অসুস্হ্য হয়ে পড়ে এবং ৫ জনের মধ্যে ২ জন মারা যায়। শনিবার বিকেলে কালিগন্জ থানার ডিউটি অফিসার ২ জনের মৃত্যু বিষয় টি নিশ্চিত করেছেন।