আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি।
খাগড়াছড়ি গুইমারা উপজেলার ৩৩ জন ভিক্ষুককে এককালীন অনুদান বিতরন করা হয়েছে। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। উপজেলা প্রশাসন সমাজ সেবা অধিদপ্তরের আয়োজন বিতরন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ।
প্রধান অতিথি বলেন ভিক্ষুকদের উদ্যেশ্যে বলেন ভিক্ষাবৃত্তি ভাল কাজ না ইসলাম ধর্মে ভিক্ষাকে নিরুৎসাহিত করা হয়েছে তার ধারাবাহিকতায় বর্তমান সরকার ভিক্ষুকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সে কারনেই এককালীন অনুদান প্রদান করা হচ্ছে। তিনি সকলকে অনুদানের টাকা দিয়ে হাস মুরগ পালন অথবা ক্ষুদ্র পরিসরে ব্যাবসা করার পরামর্শ দেন। সবশেষ ৩৩ জন ভিক্ষুকে জনপ্রতি ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৬৫ হাজার টাকা তুলেদেন। এ সময় উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কৃতি বিজয় চাকমা, ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।