আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি।
খাগড়াছড়ির গুইমারাতে লীন প্রকল্পের সহযোগিতায় নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং ২ দিনব্যাপী প্রশিক্ষন উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, ইউনিয়ন চেয়ারম্যানগন এবং উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষন সহায়ক হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরুল আবছার এবং সঞ্চালক ছিলেন লীন প্রকল্পের গুইমারা উপজেলা সমন্বয়ক জয় মোহন চাকমা।