সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কালাম শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। আজ সোমবার সকালে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাহিদুর রহমান টুটুলের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুত্বর আহত কালাম শেখকে পাশ্ববর্তি মাদারীপুর জেলার রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আহত ৮ জনকে রাজৈর হাসপাতালে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরপর এলাকায় ২/৩ টি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
নিহত কালাম শেখ উপজেলার রাঘদী ইউনিয়নের রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে।