আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. হারুন অর রশিদকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সদর উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবু বক্কর কাজল, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ হারুন ও মুকুল মিয়ার যৌথ স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি দেয়া হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার পরিকল্পনা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। সদর উপজেলা যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।