কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম :
মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন- হাটহাজারী উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
খেলাফত মজলিশের মহাসচিব ও হেফজতের যুগ্ন মহাসচিব মাও. মামুনুল হক ওয়ায়েজ হিসেবে আজ হাটহাজারী পার্বতী স্কুল মাঠে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলে আমন্ত্রণ ঠেকানোর জন্য আয়োজিত বিক্ষোভ কর্মসূচীতে যুবলীগ নেতারা বলেন-
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে চরম হুমকিদাতা ও কটুক্তিকারি রাজাকার পুত্র হেফাজত নেতা মামুনুল হককে অবিলম্বে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে, আন্দোলন সংগ্রাম ও বিক্ষোভ সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দানকারী মামুনুল হককে চট্টগ্রামে প্রতিরোধ করা হবে’ বলে ঘোষণা দেন তাঁরা।
হাটহাজারী উপজেলা আওয়ামী যুবলীগ’র সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির তৎপরতায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। এতে অংশ নেন জেলা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
অন্যদিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে বিভিন্ন স্পটে নেতাকর্মীরা বিক্ষোভ করে।
এছাড়া হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা বড়দিঘীর পাড়, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দীন বাচ্চুর নেতৃত্বে মহানগর যুবলীগ নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা অবস্থান নেয়।