শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের গুঞ্জন। উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি মোরে ও চায়ের দোকানে একটাই বিষয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরই মাঝে অনেকেই শুরু করেছন উঠান বৈঠক ও ওয়ার্ডে ওয়ার্ডে মতবিনিময় সভা। এছাড়াও বিভিন্ন উৎসব কে সামনে রেখে দোয়া প্রার্থী ব্যানার লাগিয়ে শুরু করেছে নির্বাচনি প্রচারনা।
সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির জয় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে শুরু করেছন এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা। বুধবার ১নং ওয়ার্ডে ইউপি সদস্য হাজী সাবেদ আলী প্রধান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজির রফিকুল ইসলাম খান (রেনু ডাক্তার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাজারুল ইসলাম নবী, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মালেক মাস্টার, রহিম, আমিরুল ইসলাম, বিল্লাল হোসেন, গাজী খালেক, জহিরুল ইসলাম, জসিম, রুবেল প্রধান, হাজী হামিদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।