শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
যথাযথ মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত হয়েছে রাউজানে। বুধবার ( ১৬ ডিসেম্বর) সকালে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি রাউজান উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রাউজান সদর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন করে ৪৯ তম মহান বিজয় দিবসের আলোচনা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী আফিসার জোনায়েদ কবির সোহাগ। এরপরে রাউজান উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে মহন বিজয় দিবসের আলোচনা সভা দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৃথক দু”টি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।
উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ- সভাপতি স্বপন দাশ গুপ্ত,শাহ আলম চৌধুরী, ইরফান আহম্মদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, আ.লীগ নেতা আলমগীর আলী, জসিম উদ্দীন চৌধুরী, নাঈম উদ্দিন খাঁন, ইফতেহার আলম দিলু, এস এম বাবর, পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,এডভোকেট সীর দাশ গুপ্ত, দীলিপ কুমার চৌধুরী, হাসান মোঃ রাসেল, মাহবুবুল আলম, আহসান হাবীব চৌধুরী, বদরুল কামাল হারুন, মোসলেম উদ্দীন জয়নাল,নুরুল ইসলাম শাহ্জাহান, জসিম উদ্দীন, শওকত হোসেন, মুক্তিযুদ্ধা ইউছুপ খাঁন,চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা নেত্রী সৈয়দা রেহানা আফরোজ, তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, আবদুল লতিফ, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুর নেছা, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ আসিফ,রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহামুদ প্রমুখ।