1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ন্যাশনাল সার্ভিসের টাকা আত্মসাতের চেষ্টা অভিযুক্ত সেই নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে চিঠি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে হরিপুরে বাসঝাড় এখন বাবুই পাখির শেষ আশ্রয় । মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা গোদাগাড়ীতে গ্রেফতার অভিযানে পুলিশের উপর হামলা, আহত-১ মাগুরায় সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে স্যালাইন ও সুপিয় পানি বিতরণ স্থানীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার -সৈয়দপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক ও জাহাঙ্গীর আলম তিতাসে ফসলী জমি থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৪, আটক-১ চন্দনাইশে গৃহবধুর আত্মহত্যা সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ঈদগাঁওতে ৫ ইউনিয়নের নির্বাচন কাল এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল; অভিযোগ সাবেক নেতাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায়

গাইবান্ধায় ন্যাশনাল সার্ভিসের টাকা আত্মসাতের চেষ্টা অভিযুক্ত সেই নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে চিঠি

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ১৪৫ বার

ইউএনও’র স্বাক্ষর ছাড়া সাড়ে ১১ লাখ টাকার বিল উত্তোলন করে আত্মসাত চেষ্টায় অভিযুক্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হাসানের (সাবেক) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সংশ্লিষ্ট যুব উন্নয়ন অধিদপ্তরে পত্র (চিঠি) পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ১৫৫ জন সুবিধাভোগীর ট্রেনিং ভাতার ১১ লাখ ৪৭ হাজার টাকা উত্তোলনে নাজমুল হাসানের সঙ্গে তৎকালীন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দিনের যোগসাজসের বিষয় উল্লেখ করা হয়। একই সঙ্গে চিঠিতে মাদার (মুল) একাউন্টে জমা থাকা ওই টাকা সরকারী খাতে জমার বিষয়েও মতামত চাওয়া হয়েছে।

যদিও ঘটনাটি ২০১৮-২০১৯ অর্থ বছরের। তবে এতোদিন পুরো বিষয়টি গোপন ছিল। এমনকি বিষয়টি নিয়ে লিখিতভাবে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ হলেও তা তদন্তাধীন রয়েছে আজও। এছাড়া জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেও গড়িমসির অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীলদের বিরুদ্ধে। সম্প্রতি ন্যাশনাল সার্ভিসের অনিয়ম দূর্নীতি নিয়ে গনমাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই অভিযুক্ত নাজমুল হাসানসহ জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানোর বিষয়টি ফাঁস হয়ে পড়ে।

শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে প্রেরিত ওই চিঠির কপি ও ব্যাংকের বিল-ভাউচার ও প্রয়োজনীয় নথিপত্র এ প্রতিবেদকের হাতে এসেছে। গোবিন্দগঞ্জের ইউএনও রামকৃষ্ণ বর্মণ স্বাক্ষরিত (স্মারক নং ৩৫.৫৫.৩২৩০.০০১.০৫.১৩৭.২০.৭৪৯) ওই চিঠি গত সপ্তাহে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর বিষয়টি একটি সূত্র নিশ্চিত করেছে।

প্রেরিত ওই চিঠিতে বলা হয়, গোবিন্দগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৪০৬০ জন নির্বাচিত সুবিধাভোগীর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ২ ডিসেম্বর। বিভিন্ন কারণে ১৫৫ জন প্রশিক্ষণে অনুপস্থিত থাকেন। কিন্তু যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান অনুপস্থিত ১৫৫ জনের স্থলে নতুন সুবিধাভোগী সংযোজনের চেষ্টা করেন। এরপর ১৫৫ জনের প্রশিক্ষণ ভাতার ১১ লাখ ৪৭ হাজার টাকা ফেরত প্রদানে মৌখিক নির্দেশনা সত্বেও একক স্বাক্ষরে নাজমুল হাসান টাকা উত্তোলনে হিসাব রক্ষন অফিসে বিল দাখিল করেন। তাৎক্ষণিক তৎকালিন হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দিনকে বিল পাশ না করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসানের যোগসাজসে হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দিন বিলটি পাশ করে ব্যাংকে পাঠান। অথচ উপজেলা নির্বাহী অফিসার ও যুব উন্নয়ন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে সমস্ত বিল পরিচালিত হয়। ইউএনও’র স্বাক্ষর ছাড়া দাখিল করা বিলের বিষয়টি ব্যাংক ব্যবস্থাপকের নজরে এলে ওই টাকা উত্তোলন করতে পারেনি নাজমুল হাসান। বর্তমানে উক্ত টাকা সোনালী ব্যাংক হতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার মাদার (মুল) একাউন্টে জমা রাখার বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ওই অর্থ উত্তোলন করে আত্মসাত ব্যহতের ঘটনায় একাধিক অভিযোগকারী দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি দুদকে তদন্তাধীন রয়েছে। অর্থ উত্তোলনের চেষ্টায় ব্যর্থ হওয়ার পরেই নাজমুল হাসান তড়িঘড়ি করে বদলি নিয়ে সদর উপজেলায় যোগদান করেন। নাজমুল হাসান কর্তৃক ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্পের অর্থ উত্তোলন পূর্বক আত্মসাত চেষ্টার অভিযোগ প্রমাণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া সুবিধাভোগীদের ট্রেনিং ভাতার ওই টাকা সরকারী খাতে জমার বিষয়েও মতামত এবং নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

ন্যাশনাল সার্ভিস প্রকল্প যেখানে শুরু হয় নাজমুল হাসান সেখানে জয়েন্ট করেন। চাকুরী জীবনে অবৈধ ও ঘুষ লেনদেনে কয়েক কোটি টাকা গোপনে হাতিয়ে নিয়েছেন। এছাড়াও আদালত থেকে মামলা তদন্ত দিলে টাকা বিনিময়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে প্রতিবেদন দেওয়াও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নিয়মিত অফিস না করেই গুন্ডা পান্ডা ও হিরোইন ফেন্সিডিল ব্যবসায়ীদের নিয়ে আড্ডা দেন বিভিন্ন রিসোর্স সেন্টারে। মদ্যব অবস্থায় থাকেন সব সময়। যুব উন্নয়নের তার অধীনে অন্য কর্মকর্তা ও কর্মচারীরা এসব অপরাধের বিষয়ে কাউকে কিছু বলার সাহস পাননি। তার নিজস্ব গুন্ডা বাহিনী থাকেন সব সময়। দিন যাচ্ছে আর তার অপকর্মে থলের বিড়াল বেড়িয়ে আসছে।
২৪-০১-২০২১ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম