1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাবলম্বী শামসুল আলম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

স্বাবলম্বী শামসুল আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১৬৯ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আশরাফ নগর কমলা টিলার মৃত আবুল কাসেম এর পুত্র মো: শামসুল আলম।তার সংসার চলতো অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে। তবে তিনি এখন পরিবার পরিজন নিয়ে অনেকটা সুখে শান্তিতে জীবনযাপন করছেন।শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প থেকে ২০১৮ সালে পাওয়া একটি কলের লাঙ্গল দিয়ে এখন স্বাবলম্বী তিনি। মোহাম্মদ শামসুল আলম তার স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে অনেক সুখে জীবনযাপন করছেন এখন। হতদরিদ্র শামসুল আলম ছাড়াও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট থেকে বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র মানুষকে নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে স্বাবলম্বী করে তুলছেন। এই ট্রাস্টে মেয়ে বিবাহ থেকে শুরু করে গৃহ নিমাণ, ব্যবসায়ী পুঁজি, কলের লাঙ্গল, ঋণ পরিশোধ, গবাদি পশুর খামার, হাঁস মুরগি খামার, মৎস্য খামার, রিক্সা ও অটোরিক্সা, সিএনজি চালিত ট্যাক্সি , ভ্যান গাড়ি, বিদেশ গমন, কম্পিডার, নারীদের সেলাই মেশিন, ইট ভাঙ্গার মেশিন, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের খাত রয়েছে। এসব প্রকল্প থেকে আর্থিক সহায়তায় দিয়ে হতদরিদ্র পরিবারদের স্বাবলম্বী করছেন এ ট্রাস্ট। ট্রাস্ট থেকে কলের লাঙ্গল পাওয়া শামসুল আলমের স্বাবলম্বীর কথা কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি পেশায় একজন কৃষক ছিলাম। তার পাশাপাশি সিএনজি চালিত ট্যাক্সি চালাতাম। সারা দিন গাড়ী চালিয়ে যা টাকা আয় হত তার বেশীর ভাগ মালিক’কে দিয়ে দিতে হতো, বাকী যা থাকতো তা দিয়ে সংসারের খরচ চালাতে মাসের শেষে কর্জ করতে হতো। নিজে একটি গাড়ী কিনব-সেই রকম টাকা-পয়সাও ছিলনা আমার। সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হতো। আমি একদিন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কদলপুর শাখার মাধ্যমে জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট বরাবর আবেদন করি। এরপরে আমাকে এ ট্রাস্ট থেকে একটি কলের লাঙ্গল ক্রয় করে দেন। কলের লাঙ্গলটি পাওয়ার পর দু’বছর চালিয়েছি, প্রতি মৌসুমে খরচবাদ দিয়ে ৫০ হাজার টাকা আয় করেছি। নিজেও চাষাবাদ করি। কিছু কর্জ ছিল যা ইতোমধ্যে পরিশোধ করেছি। বর্তমানে ঘরে মধ্যে এক বছরের ধান মজুদ আছে। পরিবারে তেমন একটা অভাব আর নাই। তিনি আরো বলেন সবচেয়ে খুশি কথা হচ্ছে আমার বড় ছেলে কিছু দিনের মধ্যে হাফেজ হয়ে মাদ্রাসা থেকে বের হবে। ছোট ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে। এখন আমি আল্লাহর রহমতে ও শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারীর দয়ায় অনেক সুখে আছি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net