1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলায় বয়লার বিস্ফোরণে নিহত১ আহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলায় বয়লার বিস্ফোরণে নিহত১ আহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৭৩ বার

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম: হবিগঞ্জ – নবীগঞ্জ থেকে:
নবীগঞ্জে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ছয় জন। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইচ ও বয়লার মিল এ ঘটনাটি ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নবীগঞ্জ শহরতলীর ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইস মিলের বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বয়লারের শ্রমিক নাসির মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত আরো ছয় জন। বিকট শব্দে আতংকিত হয়ে যান পুরো শহরের মানুষ। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন আব্দুল কাদির (৩৯),নিতাই দাশ(৪০),মিলন দাশ (৪৬),সাফিকুর রহমান (৩৫), শ্রীকান্ত দাশ (৪০),বয়লারের পাশের বাসার বিনা দাশ (৪০) ।

নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতাহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, পৌরসভার মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরীসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net