1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামায়াত মিত্র হিসেবে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে বেছে নিলে কেউ তাদের কেশাগ্র স্পর্শ করার সাহস পেতো না - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি) সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, উদ্ধার -৩ ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মুফিজের নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন  শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ সিরাজদিখানে সরকারি কর্মচারী মাদকসেবি রোমান কর্তৃক প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীগঞ্জে ডেভিল হান্ট ফেইজ-২বিশেষ অভিযানেজসিম উদ্দিন গ্রেফতার  ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের’ জন্য আবেদন করেছেন তারেক রহমান

জামায়াত মিত্র হিসেবে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে বেছে নিলে কেউ তাদের কেশাগ্র স্পর্শ করার সাহস পেতো না

সাহাদত হোসেন খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩০৫ বার

শোনলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতকে জোট থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সত্যি যদি তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তিনি জামায়াতের প্রতি মারাত্মক অবিচার করেছেন। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হলো কেন? কথিত যুদ্ধাপরাধের জন্য? কখনো নয়। জামায়াত যুদ্ধাপরাধ করে থাকলে করেছে ১৯৭১ সালে। ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার ২০০৯ সালে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর শুরু করলো কেন? ১৯৯৬ সালে আওয়ামী লীগ এ বিচার করেনি কেন? তখন কি জামায়াতের গায়ে যুদ্ধাপরাধের গন্ধ ছিল না? সব কাজের যুক্তি আছে। জামায়াত ১৯৯১ সালে বিএনপিকে সরকার গঠনে সমর্থন দিয়েছিল। আওয়ামী লীগ শেষ ভরসা হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন আদায়ে তাদের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে জামায়াতের আমির অধ্যাপক গোলাম আজমের কাছে পাঠিয়েছিল। বিচারপতি বদরুল হায়দার গোলাম আজমকে জায়নামাজ ও তসবীহ উপহার দিয়েছিলেন। কিন্তু জামায়াত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয় বিএনপির মনোনীত প্রার্থী আবদুর রহমান বিশ্বাসকে।

জামায়াত এখানে আওয়ামী লীগকে অপমান করেছে। ২০০১ সালে ফের বিএনপিকে সরকার গঠনে সর্মথন দিলে জামায়াতের প্রতি আওয়ামী লীগের ক্ষোভ সীমা অতিক্রম করে। ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ তাদের যন্ত্রণা উপশমে দেরি করেনি। জামায়াত নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয় এবং যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি দেয়া হয়। এ কথা বুকে হাত দিয়ে এক শো ভাগ গ্যারান্টিসহ বলা যায় যে, ১৯৯১ সালে জামায়াত প্রেসিডেন্ট নির্বাচনে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে সর্মথন দিলে এবং ২০০১ সালে বিএনপিকে সরকার গঠনে সর্মথন না দিলে তাদেরকে কখনো ফাঁসিকাষ্ঠে যেতে হতো না।। জামায়াতের সমর্থন পেলে ১৯৯১ সালে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারতো। কিন্তু নেপথ্যে একজন প্রভাবশালী ব্যক্তি বিএনপিকে সরকার গঠনে সমর্থন দিতে জামায়াতকে রাজি করান। রাজনৈতিক মিত্র হিসেবে জামায়াত বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে বেছে নিলে কেউ তাদের কেশাগ্র স্পর্শ করার সাহস পেতো না। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের দিন জাসদ নেতা হাসানুল হক ইনু ট্যাংকের ওপর ওঠে উল্লাস করেও আওয়ামী লীগ সরকারে মন্ত্রী হয়েছিলেন। সবই রাজনীতি। পক্ষে থাকলে এক রকম। আবার বিপক্ষে গেলে আরেক রকম। বিএনপি দুর্দিনের মিত্র জামায়াতকে পরিত্যাগ করলেও আওয়ামী লীগ কখনো এ পথে হাঁটতো কিনা সন্দেহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net