1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে বেগুনী পাতার ধান চাষে ব্যাপক সাড়া পেয়েছে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন। নারী অধিকার ও উন্নতির উত্থানে বদরুন নাহার কলির অদম্য উদ্যোগ প্রশংসনীয় THIS SITE HACKED BY BLACK CYBER ZONE ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত । আওয়ামীলীগ ১৭ – ১৮ বছরে বাংলাদেশকে একটি  গ্যাস চেম্বারে পরিণত করেছে রাউজানে আইনগত সহায়তা দিবস পালিত কুবিতে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এক্স-রে মেশিন কার্যক্রমের উদ্বোধন আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার : সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি

সাভারে বেগুনী পাতার ধান চাষে ব্যাপক সাড়া পেয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৯৪ বার

দেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রেকর্ড সংখ্যক কৃষি খাতে জমি থাকলেও এবার সাধারণ কৃষকদের ব্যাপক সাড়া মিলেছে নতুন প্রজাতির ধান চাষাবাদে। সাভার উপজেলায় বেগুনী পাতার ধান চাষে ব্যাপক সাড়া পেয়েছেন কৃষকরা।

ধানগাছগুলো দেখতে জনসমাগম! বেশ জমেছে তাদেরকে আকৃষ্ট করেছে এ ধরনের নতুন প্রজাতির ধানে। সোনালি ধানের দেশে বিষয়টি একটু হোঁচট খাওয়ারই মতো। তবে ঘটনা সত্যি বলতে হচ্ছে প্রতিদিনই কেউ না কেউ কাউসারের ক্ষেতে আসেন ধানের গাছ দেখতে। সবুজে মোড়া ক্ষেতের মধ্যে হঠাৎ বেগুনি প্রজাতির ধানগাছ দৃষ্টি কেরেছে কৃষক সহ সাধারণ মানুষের প্রতিদিন এভাবেই দেখতে আসেন অসংখ্য মানুষ ।

নতুন প্রজাতির বেগুনী পাতার ধান চাষ করেছেন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মাদারটেক গ্রামের কৃষক মোঃ কাউসার আলম।

প্রথমবারের মতো চাষ করেছেন তিনি বেগুনী পাতার ধান। এতে করে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয় কৃষকদের মাঝে। কাউসার আলম দৈনিক শ্যামল বাংলার বিশেষ প্রতিবেদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, যদি ফলন ভালো হয় তবে আগামীতে আরো বেশি জমিতে এই ধানের চাষ করবেন বলে তিনি আশাবাদী। পাথালিয়া ইউনিয়নের মাদারটেক গ্রামে নিজ বাড়ীর পাশে প্রায় দুই বিঘা জামিতে বেগুনি ধান চাষ করেছেন কৃষক কাউসার আলম ।

কাউসার আলমের বাড়ীর পাশে দেখা যায়, চারপাশে সবুজ ধানের সমারোহে বেগুনির পাশাখেলা। মাঝখানে বেগুনি রঙ্গের পাতার ধান ক্ষেত দেখতেও নজর কারারমত দৃশ্য। যে কারো নজরে প্রথম দর্শনে ধান ভাবতে অবাক লাগারমত দৃশ্য। চারিদিকে বিস্তৃত সবুজ ধান ক্ষেতের মধ্যে বেগুনী রঙের ধান গাছ দেখে অনেকে অবাকও হচ্ছেন বটে।

কাউসার আলম বলেন, আমি প্রথমে ফেইসবুকের মাধ্যমে বেগুনী রংয়ের ধান চাষ করতে দেখে মুগ্ধ হই, পরে বেগুনী রংয়ের ধানের প্রতি আগ্রহ জাগে। সেই আলোকে কুমিল্লার এক কৃষি কর্মকর্তার মাধ্যমে এ জাতের বীজ সংগ্রহ করেই এই ধান চাষ শুরু করেছি।

ধানের গায়ের রং সোনালি ও চালের রং বেগুনি। উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হওয়ায় খরচও কম ফলনও বেশী । রোপণের শুরু থেকে ধান পাকতে সময় লাগে ১২০-১২৫ দিন। অন্য জাতের ধানের চেয়ে এ ধানের গোছা প্রতি কুশির পরিমাণ বেশি থাকায় একর প্রতি ফলনও বেশ ভালো হয়। একর প্রতি ফলন ৫৫ থেকে ৬০ মণ হয়ে থাকে এ জাতের ধানে। অন্য সব ধানের তুলনায় এ ধান মোটা, তবে পুষ্টিগুণ অনেক বেশি । এ চালের ভাত খেতেও অনেক সুস্বাদু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম