1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনে বিধি মেনে দোকান খোলার অনুমতি দাবী চট্টগ্রামে ব্যবসায়ী নেতৃবৃন্দের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

লকডাউনে বিধি মেনে দোকান খোলার অনুমতি দাবী চট্টগ্রামে ব্যবসায়ী নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ১৬৯ বার

মার্কেট খোলার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত না দিলে ২১ এপ্রিলের পর লকডাউন মানবে না ব্যবসায়ীরা। গতকাল বিকেল ৫টায় তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সভায় টেরীবাজার, বিপনী বিতানসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।

তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, একটাই দাবি, চাপিয়ে দেওয়া লকডাউন প্রত্যাহার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার সুযোগ দিতে হবে। যদি কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য সেক্টর শর্ত সাপেক্ষে খোলা রাখা যায়, তাহলে ব্যবসায়ীরা কেনো দোকান খোলা রাখতে পারবে না?”

তারা বলেন- গত এক বছরে ব্যবসায়ীরা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

এ সময় উপস্থিত ছিলেন- টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর, বিপনী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ছগির আহমদ, আর এস রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক ছগীর মো. মানিক, তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, বজলুর রহমান, জাফর ইকবাল, মো. হানিফ, আরিফ উদ্দিন, মো. এমরান, নাসির উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net