1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ ও দখল চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুবিধা বঞ্চিত জনগণের পাশে থেকেই ইসমত আরার মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল আবাসিক শিক্ষার্থীরা কুবির শেখ হাসিনা হলের নতুন প্রাধ্যক্ষ বাংলাদেশের দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মুজিব উল্ল্যাহ্ তুষার পূর্বাঞ্চলের রেলের যন্ত্রাংশ চুরিতে জড়িয়ে পড়ছে আরএনবি’র সদস্যরা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খামারের ১৬০ টি বাক্সের মৌমাছি মেরে ফেলার অভিযোগ রামগড়ে ঝড় ও বজ্রপাতের তান্ডবে গবাদিপশুসহ খামারির মৃত্যু চাঁদার টাকা না দেওয়ায় অপহরণ করে নির্যাতন, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শিক্ষক সমিতি রাউজান উপজেলা( উত্তর) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জুয়া খেলায় হেরে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১ যুবক !

আশুলিয়ায় রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ ও দখল চেষ্টা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮১ বার

আশুলিয়ায় জন সাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে চলছে নির্মাণ ও দখলের চেষ্টা।
আশুলিয়ার বুড়ির বাজার রোডের পাশে ভেনেছা ফ্যাক্টরির পাশ দিয়ে চলাচলের রাস্তাটি নির্মাণ ও দখলের অভিযোগ উঠেছে ওই এলাকার মানিক হাজী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।

জানাযায়, ওই এলাকায় বসবাসরত স্হানীয় বাসিন্দাসহ জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দখল করে নির্মান কাজ চালাচ্ছেন জনৈক মানিক হাজী। আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ও প্লটের মালিক হওয়ায় তিনি সদ্য একটি ফ্যাক্টরি নির্মান কাজের জন্য অভ্যান্তরিন এ সড়কটি দখল করে বাশেরঁ বেড়া দিয়ে দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
তিনি ঐ রাস্তায় কয়েকটি স্থানে বড় বড় আকারে গর্ত করে এবং কিছু কিছু স্থানে নির্মানে ব্যবহারিত ইট ও রড ফেলে রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
এ ব্যাপারে মানিক হাজীর কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তার পাশে আমার একটি ফ্যাক্টরির নির্মান কাজ চলছে তাই রাস্তাটি বন্ধ রেখেছি। আশে পাশের সব বাড়িই আমার ‘তাই কারো সমস্যা হওয়ার কথা না। তিনি আরো, বলেন রাস্তার পাশে আমার ফ্যাক্টরির নির্মাণ চলছে এখন কাজ চলা অবস্থায় যদি কেহ আহত বা নিহত হতে পারে এ শংকার কারণে আমি রাস্তাটি বন্ধ রেখেছি। আপনারা (সাংবাদিকরা) দায়িত্ব নেন কোন দুর্ঘটনা ঘটবে না তবে এখনি রাস্তা খুলে দেব।
অন্যদিকে অত্র এলাকায় বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, এই এলাকার বাড়ি গুলো তৎকালীন একটি হাউজিং সোসাইটি থেকে কেনা। এ জায়গার প্লট গুলো পাশে বর্তমান এই রাস্তাটি ছিল ২০ফুট চওড়া যা সেই ১৯৭৬ইং সালের তৎকালিন ওই হাউজিং সোসাইটির ম্যাপে বিদ্যমান রয়েছে। বিগত বিএস রেকর্ডেও এই রাস্তাটি ১০ফুট হিসেবে রেকর্ডভুক্ত হয়। কিন্তু এখন এই রাস্তাটি ৫ ফুটের বেশী নেই। এ ছাড়াও এই রাস্তার আশে পাশের প্রায় সব প্লট গুলো তার হওয়ায় তিনি এ রাস্তাটি দখলের পায়তারা করছেন কারণ তিনি এখানে একটি ফ্যাক্টরি নির্মান করছেন। যার জন্য তার এ রাস্তাটি প্রয়োজন কিন্তু এখানে বেশ কয়েকজন বাড়ি নির্মান করে এ রাস্তায় চলাচল করে। তাছাড়া তার বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে নির্মান কাজ ও ভবন নির্মানে নকশা ক্যান্টনমেন্ট বোর্ড থেকে অনুমোদন না নেয়ায় গত ৬-৯-২১ইং তারিখে ক্যান্টনমেন্ট বোর্ড নির্মান কাজ বন্ধ রেখে আগামী ৭দিনের মধ্যে ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে উপস্থিত হওয়ার জন্য মোঃ মানিক হাজী কে একটি নোটিস প্রদান করে কিন্তু তিনি ক্যান্টনমেন্ট বোর্ড কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বহুতল ভবনের নির্মান কাজ অব্যাহত রেখেছেন।
এ ছাড়াও সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি বুড়ির বাজার প্রধান রাস্তার উপরেও নির্মান সামগ্রী রড ও ইট রেখে পথচারিদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।
এছাড়াও মোঃ মানিক হাজীর বিরুদ্ধে অভিযোগ আছে বিএস রেকর্ডকৃত রাস্তা দখল করে দোকান নির্মান করে দীর্ঘদিন যাবৎ হোটেল ভাড়া দিচ্ছেন। তার রয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানা, যেখানে কর্মরত রয়েছে শিশু শ্রমিকরা। এছাড়াও তার বিরুদ্ধে আশুলিয়া থানায় রয়েছে একাধিক অভিযোগ ও মামলা। তিনি অত্র এলাকায় প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পায়না,তার ভয়ে সবাই আতংকিত। নাম না প্রকাশের শর্তে বেশ কয়েকজন এলাকাবাসী জানান, থানা পুলিশ নাকি তার পকেটে। কেউ নাকি তার টিকিটিও ছিড়তে পারবেনা।

এ ব্যপারে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত রাস্তাটি অবৈধ দখল থেকে মুক্ত করে জনসাধারণের চলাচলে উপযোগী করে গড়ে তোলার জন্য এবং উন্মুক্ত করতে প্রসাশনের নিকট জোর দাবীও জানান তারা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম