1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নির্মিত ৩০ মুজিব কিল্লা বেদখল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

নোয়াখালীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নির্মিত ৩০ মুজিব কিল্লা বেদখল

নোয়াখালী জেলা প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৮৬ বার

তদারকি না থাকায় নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় নির্মিত ৩০টি মুজিব কিল্লার প্রায় সবগুলোই বেদখল। এতে ঝুঁকিতে রয়েছে নদীবর্তী সাধারণ মানুষ ও কয়েক লক্ষাধিক গৃহপালিত পশু। অভিযোগ, রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট এসব কিল্লা দেখভাল করার কথা থাকলেও কিছু অসাধু কর্মকর্তা নিজেদের লোকজনের মাধ্যে তা লিজ দেয়। তবে অনুমতি না থাকায় এ নিয়ে কথা বলতে রাজি হয়নি রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ। আর বন্দোবস্ত বিষয়টি জানা নেই বলছেন প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭০ সালের ১২ নভেম্বর। দিনভর গোমড়া আকাশে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। রাতে যখন গভীর ঘুমে মানুষ। ঠিক মধ্যরাতে হঠাৎ প্রলয়ংকরি ঘূর্ণিঝড় ‘গোর্কি’র ছোবল। মুহুর্তেই সব লন্ডভন্ড। সেদিন গোর্কির আঘাতে প্রাণ হারায় নোয়াখালীর হাতিয়া-সুবর্ণচরসহ উপকূলের অর্ধলাখ মানুষ। মারা যায় লক্ষাধিক গৃহপালিত পশু। সে থেকে ‘ভয়াল ১২ নভেম্বর’ পালন করে আসছে নোয়াখালীর বিভিন্ন সংগঠন।

এ দিকে এমন ভয়াবহতার পুনোরাবৃত্তি যেন না ঘটে, সে প্রত্যয় নিয়ে উপকূলে আশ্রয়াণ কেন্দ্রের পাশাপাশি ৪০-৫০ ফুট উচ্চতায় নির্মাণ করা হয় ৩৩টি মাটির কিল্লা। যার মধ্যে হাতিয়ায় ১৮ ও সুবর্ণচরে ১৫টি। প্রত্যেকটি কিল্লার আওতায় ৫ একর জমি, কাটা হয় দীঘি। সরকারিভাবে নির্মিত এসব কিল্লা উদ্বোধন করেন স্বাধীন বাংলার তৎকালীন রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পর থেকে কিল্লার নামকরণ হয় মুজিব কিল্লা। এসব কিল্লার কারণে ৮৫ ও ৯১ এর ভয়াবহ বন্যায় রক্ষা পেয়েছিল উপক‚লীয় মানুষ ও তাদের পালিত পশু।

স্থানীয়রা জানান, তত্ত্বাবধন রক্ষণাবেক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগকালীন পশু-পাখির আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের জন্য রেড ক্রিসেন্টকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এসব কিল্লা।

তারা আরো জানান, রক্ষক হয়েই ভক্ষকের ভ‚মিকায় সোসাইটি নিজেই। নিয়ম না থাকলেও সোসাইটির জেলা ইউনিটের কর্তাদের নিজস্ব লোকজনকে মৌখিকভাবে দেয়া হয়েছে লিজ। কোথাও কোথাও বন্দোবস্ত দিয়েছে ভ‚মি প্রশাসন। ফলে কোনো কিল্লার গাছ গাছালি কেটে নেয়া হয়েছে, কোথাও সমতলে পরিণত করা হয়েছে কিল্লা, সেখানে নির্মিত হয়েছে গরু-মুরগির খামার। গড়ে তোলা হয়েছে বসতি।

তবে দখলে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, তারা জোর পূর্বক দখল করেনি। কেউ বন্দোবস্ত নিয়েছেন, কেউ বন্দোবস্ত নেয়া ব্যক্তির কাছ থেকে কিনে নিয়েছেন।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা বলেন,কিল্লা বন্দোবস্ত দেয়ার বিষয়টি জানা নেই প্রশাসনের, বলছে খতিয়ে দেখে নেয়া হবে ব্যবস্থা। আর অনুমতি না থাকায় ক্যামেরায় কথা বলতে রাজি হননি রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের উপ-পরিচালক আবদুল করিম। তবে তিনি জানান, বর্তমানে এ কিল্লা তাদের অধীনে নেই।

রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের
উপ-পরিচালক আবদুল করিম বলেন, বেদখল হওয়া এসব মুজিব কিল্লা উদ্ধারের পর আরো আধুনিক করে দুর্যোগ মোকাবেলায় সহায়ক ভ‚মিকা পালন করবে রেডক্রিসেন্ট ও প্রশাসন এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net