1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে শতবৎসর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা নোয়াখালীতে রামচন্দ্র দেবের ৭৫ তম তিরোভাব উৎসবে নিরাপত্তা প্যারেড হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি 

রাউজানে শতবৎসর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২১৬ বার

রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি এলাকায় প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠেছে মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়। ১৯০২ সালে ৪ একর ১৭শতক জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন প্রয়াত গগণ চন্দ্র বড়ুয়া।জমিদান করেন প্রয়াত জয়লাল বড়ুয়া, প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন স্বর্গীয় মোহন চন্দ্র বড়ুয়া বি.এ.। স্কুলটি প্রতিষ্ঠার পর স্কুলে প্রথম ছাত্র ছিলেন রাঙ্গুনিয়া নিবাসী যতীন্দ্র লাল বড়ুয়া, ধর্মরাজ বড়ুয়া, বেতাগীর দ্রোণ কুমার বড়ুয়া, সাত বাড়িয়া এলাকার যোগেন্দ্র লাল বড়ুয়া,জোয়ারা এলাকার জয় রাজ বড়ুয়া,কোয়েপাড়া এলাকার গুণেন্দ্র কুমার সেন, মহামুনি এলাকার মোহিন কুমার বড়ুয়া।প্রতিষ্ঠার শুরুতেই নিয়ম শৃঙ্খলা ও পড়াশোনার দিকে গুরুত্ব দেয় স্কুলটি।এতে সাফল্যও অর্জন করে।এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পাহাড়তলী ইউনিয়নের মহামুনি,শেখ পাড়া, বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া,বহলপুর, রাঙ্গুনিয়া উপজেলার বহলপুর,বেতাগী এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া করে আসছে।১শত ১৭বৎসরের পুরাতন এ শিক্ষা প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী বর্তমানে দেশে-বিদেশে
সরকারি- বেসরকারি ও বিভিন্ন উঁচু পদে বিরাজ করছেন।কেউ ডাক্তার,শিক্ষক,কেউবা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়েছে।সুনামও অর্জন করে বহু শিক্ষার্থী।লেখাপড়ার পাশিপাশি খেলাধুলায় উপজেলা,জেলা, বিভাগীয় পর্যায়ে কয়েকবার চ্যাম্পিয়ন হয়ে ক্রীড়া ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন।প্রতি বৎসর জেএসসি এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের অবদান রেখে আসছে স্কুলটি। বর্তমানে এ শিক্ষাপ্রতিষ্ঠানে ৭শত ৮৭ জন শিক্ষার্থী, ১৪ জন শিক্ষক শিক্ষিকা ও ৪ জন কর্মচারী রয়েছে।এ বৎসর ১শত ৩৮ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া জানায়, অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষার্থীদের পাঠদান, আধুনিক কম্পিউটার ল্যাব,গ্রন্থাগার বিনোদনমূলক শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাস রুম, শিক্ষার্থীদের বিজ্ঞান সম্মত শিক্ষা, আলাদা বিজ্ঞান ভবন, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতিনিয়ত বিষেশজ্ঞ চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরিক্ষা, সি, সি, ক্যামেরা নিয়ন্ত্রিত ভবন ও ক্যাম্পাস, খেলার মাঠসহ শিক্ষার যাবতীয় সুযোগ-সুবিধা বিদ্যালয়টিতে বিদ্যমান রয়েছে। তিনি আরও জানান স্কুলের পুরাতন ভবনে শিক্ষার্থীদের বসার জায়গা সংকুলান না হওয়ায় রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় তিন কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মান করা হচ্ছে ৪ তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন ভবন।হাফেজ বজলুর রহমান সড়কের পাশে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি রাউজান ও রাঙ্গুনিয়া এলাকাল ছাত্র- ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শতবৎসরের ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হচ্ছে আলোকিত মানুষ। যারা দেশ-দেশের বাইরে গিয়ে সুনাম অর্জন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম