চট্টগ্রামে আনোয়ারা উপজেলা প্রাইভেট কারের চাকায় ভিতরের লুকিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ৩০ (ত্রিশ) হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকার দিকে উপজেলা কালাবিবি দীঘির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ ডেইল পাড়া এলাকার আবদুল মজিদ(২৫), মোঃ সাইফুল(২৪)।
আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়, এই সময় থানা পুলিশ ঢাকামেট্রো-গ-২৮-৬৩৬ নাম্বারের একটি প্রাইভেটকারকে গতিবিধি সন্দেহে সংকেত দেন, পরে তল্লাশি চালিয়ে গাড়ির চাকার ভিতর থেকে পলিথিন মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, সাথে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।