ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার
শ্যামগ্রামের রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ মরা গাছটি কেটে ফেলা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশনায় শ্যামগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার উপস্থিতিতে গাছটি কেটে ফেলা হয়।
জানা যায়, সোমবার দুপুরে কোম্পানিগঞ্জ- নবীনগর সড়কে গড়েরপাড় মহাশ্মশান সংলগ্নে মরা গাছের ডাল ভেঙে পড়ে এক বৃদ্ধা নিহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন ঝুঁকিপূর্ণ এ মরা গাছটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এটি এসিল্যান্ড এর দৃষ্টিগোচর হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন এ ধরণের জন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নজরে আনার জন্য বিনীত অনুরোধ জানান।