চেক প্রতরনার মামলায় আদালতের রায়ে রাউজানে এক ব্যক্তির পাকা ঘর ও জমি ক্রোকবদ্ধ করে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যজিষ্ট্রেট।চেক প্রতারনা মামলার বাদী রাউজানের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা দিদারুল আলম চৌধুরী বলেন, মোহাম্মদপুর বানুহাজীর বাড়ীর মৃত হাজী মরহুম আমিনের পুত্র মফিজুল হকের সাথে ব্যবসা করে। ব্যবসা করার সময়ে মফিজুল হক ১০ লাখ টাকা ধার নেয়।১০ লাখ টাকা ফেরৎ না দেওয়ায় গত ২০১৩ সালে চট্টগ্রাম ১ যুগ্ন দায়রা জজ আদালতে মামল দায়ের করেন। মামলা নং-০৯/২০১৩। গত ২০১৯ সালে মামলার রায়ে আদালত মফিজুল হককে ৬ মাসের মধ্যে দিদারুল আলম চৌধুরীর পাওনা টাকা ১০ লাখ টাকা অর্থদন্ড সহ ২০ লাখ টাকা ৬ মাসের মধ্যে আদালতের মাধ্যমে ফেরৎ প্রদানের নির্দেশ দেয়।নিদিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরৎ না দেওয়ায় আদালত মফিজুল হকের ঘর ও জমি ক্রোকবদ্ধ করার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুসারে গতকাল ৮ ডিসেম্বর বুধবার সকালে রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের বানু হাজীর বাড়ীর মফিজুল হকের পাকাঘর,জমি সহ চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যজিষ্ট্রেট হিমাদ্রী খীসা ক্রোকবদ্ধ করে।ক্রোকবদ্ধ করা কালে ঘরের চার পাশে লাল পতাকা পুতে দিয়ে ঘরের মালামাল ঘর থেকে বের করে মফিজুল হকের স্ত্রী ও সন্তানদের ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজায় সাইনবোর্ড টাঙ্গিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। চট্টগ্রাম জেলাি প্রশাসনের ম্যজিষ্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, আদালতের আর্দেশ মতে ঘর ও জমি ক্রোকবদ্ধ করা হয়েছে।