এমন নিষ্ঠুর ছেলে যেন কোন মায়ের পেটে জন্ম না নেয়। যে ছেলের ছেলের অত্যাচারে পিতার মৃত্যু, ভয়ে একভাইয়ের ৬ বছর ধরে নিরুদ্দেশ, মিথ্যা মামলায় অপর ভাই-বোন ও তাদের স্বামীদের জড়ানো ও গর্ভধারীনী মা’কে ঘর থেকে বের করে দেয়ার মতো চরম নির্মমতা, নিষ্ঠুরতা পৃথিবীতে আর একটিও ঘটেছে বলে মনে হয় না। এমন কথাগুলো বলতে বলতে সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েন ছলিমা খাতুন (৭৫)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর মেয়ে রিজোয়ানা সিদ্দিকা
সংবাদ সম্মেলনে ছলিমা খাতুন বলেন, অবাদ্য ও স্বার্থপর বড় এনায়েত উল্লাহর মৃত্যুর হুমকি নিয়ে অনেকটা পালিয়ে, লুকিয়ে জীবন যাপন করছি। গত দুইমাস আগে এনায়েত ও তার স্ত্রীর শারীরিক নির্যাতনের শিকার হয়ে আমার স্বামী সিডিএ’র সাবেক স্টাফ আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমার এক ছেলে ইকবাল তার বড়ভাইয়ের হুমকিতে বাড়ি ছাড়া দীর্ঘ ৬ বছর। অপর ছেলে মহসীন ইসলামকে দুটি মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে নিঃস্ব করেছে আমার বড়ছেলে ও তার স্ত্রী। তিনি বলেন, আমার মরহুম স্বামী আবুল কাশেম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্টাফ ছিলেন। আমাদের বাড়ি বাঁশখালী উপজেলার উত্তর জলদী ৪নং ওয়ার্ড লস্কর পাড়া এলাকায়।
আমাদের ৬ মেয়ে ৪ ছেলে। এরমধ্যে এক ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যান। বাকি তিন ছেলের মধ্যে এনায়েত উল্লাহ সবার বড়। সে এলাকায় সন্ত্রাসী বাহিনী লালন করে ভাই-বোনদের জায়গা জবর দখল নেয়। এছাড়া আমি ও তার বৃদ্ধ পিতার ভরণপোষণ করতো না। এ বিষয়ে এলাকায় সামাজিক বৈঠকে ভরণপোষণ দেওয়ার অঙ্গিকার করে পরে সে উল্টে যায়। এতে আমরা বৃদ্ধ স্বামী-স্ত্রী অসহায় হয়ে পড়ি। চরম অসহায় অবস্থায় পাশ^বর্তি এক ব্যক্তির কাছে আমার স্বামীর কিছু জায়গা বিক্রি করার জন্য রেজষ্টি অফিসে যাওয়ার প্রস্ততি নিলে ২০১৮ সালের ২৬ নভেম্বর সন্ত্রাসী বাহিনী নিয়ে এনায়েত উল্লাহ, তার স্ত্রী রুমা আকতার আমাদের নির্দয়ভাবে মারধর করে। এতে আহত অবস্থায় পাশ^বর্তী লোকজন এসে আমাদের হাসপাতালে ভর্তি করায়। এ বিষয়ে আমার স্বামীর আবুল কাশেম বাদি হয়ে এনায়েত উল্লাহর বিরুদ্ধে জি.আর মামলা নং-৩০৫/’১৮ দায়ের করেন। এরআগে ২০১৬ সালের দিকে আমার ছেলে এমদাদুল ইসলাম প্রকাশ ইকবালকে পারিবারিক বিষয় নিয়ে মারধর করে বড় ছেলে এনায়েত। এরপর তার ভয়ে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয় ইকবাল। এখনো তার কোন খোঁজ নেই।
ছলিমা খাতুন বলেন, বাড়িতে বড় ছেলের ভয়ে আমাদের ছোট ছেলে মহসীন ইসলামও থাকতো না। সে চট্টগ্রাম নগরে বসবাস করতো। ২০২০ সালের ২৮ অক্টোবর ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে এনায়েত উল্লাহর স্ত্রী রুমা আকতার বাদি হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্্রাইবুনাল-১ এর আদালতে মহসীনকে আসামি করে মামলা দায়ের করে। এ মামলায় মহসীনকে গ্রেফতার করে পুলিশ দিয়ে নির্মম নির্যাতনও করে। এনায়েত উল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে আমার স্বামী মামলা করার পর তাদের অত্যাচার ও নীপিড়ন বেড়ে যায়। এনায়েত উল্লাহর অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় ২০২০ সালের ৬ নভেম্বর তার স্ত্রী রুমা আকতারকে দিয়ে আরো একটি মিথ্যা মামলা দায়ের করে বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে। শ্লীলতাহানীর অভিযোগ আনা এ মামলায় আমার ছেলে মহসীন ইসলাম, তার স্ত্রী মনিয়া বিবি, আমার মেয়ে রিজোয়ানা সিদ্দিকা, মেয়ের জামাই মো.সিদ্দিক ও আমার মেয়ে তাকাওয়াকে আসামি করা হয়। এনায়েত উল্লাগংয়ের মিথ্যা মামলার পর আমার ছেলে-মেয়ে ও তাদের স্বামী অতিষ্ট হয়ে উঠে। দিনে সন্ত্রাসী ও রাতে পুলিশের ভয়ে অস্থির হয়ে উঠে তাদের জীবন। এরমধ্যে চলতি বছরের ১৩ মে (জি.আর মামলা নং-১৫০/২০২১) দায়ের করেন আমার মেয়ে রিজোয়ানা বেগম, তার স্বামী-আবু ছিদ্দিক, তাকওয়া বেগম ও তার ছেলে মোস্তাফিজুর রহমানকে আসামি করে। জনৈক হাবিব উল্লাহ এ মামলার বাদি ছিলেন। সে আমার ছেলে এনায়েত উল্লাহর বন্ধু। তাকে দিয়ে দায়ের করা মামলায় সম্পত্তি আত্মসাৎ, চাঁদাবাজি, মারপিট ও শ্লীলতাহীর অভিযোগ আনা হয়।
এভাবে একের পর এক মামলা দিয়ে আমার কুলংগার ছেলে এনায়েত উল্লাহ ও তার স্ত্রী রুমা আমার অপর ছেলে-মেয়ে ও তাদের স্বামীদের নিঃস্ব ও গায়েল করতে থাকে। মিথ্যা মামলাগুলোর কারণে তাদের পালিয়ে জীবন-যাপন করতে হচ্ছে। সর্বশেষ গত ১৬ এপ্রিল সকাল ১০টায় এনায়েত উল্লাহ আমাকে ধারালো দা দিয়ে কোপিয়ে আহত করে। তার পিতা বাধা দিলে তাকেও লোহার বড় দিয়ে মাথায় জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে বাঁশখালী থানায় আমার স্বামী আবুল কাশেম বাদি হয়ে ছেলে এনায়েত উল্লাহ ও তার স্ত্রী রুমার বিরুদ্ধে মামলা নং- ১৫ (১৬/০৪/২০২১) দায়ের করেন। আহত হয়ে স্বামীর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। গত ৮ অক্টোবর তিনি ইন্তেকাল করেন। এনায়েত উল্লাহ ও তার স্ত্রীর অত্যাচার-নির্যাতনের কারণে আমার স্বামী মারা গেলেও তারা থেমে থাকেনি। তারা আমাকেও বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি প্রদান করতে থাকে। স্বামীর মৃত্যুর পর অসহায় অবস্থায় আমি স্বামীর ভিটে-বাড়ি ছেড়ে বড় মেয়ের বাসায় আশ্রয় নিয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছলিমা খাতুনের বড় মেয়ে তাকওয়া বেগম, ছোট মেয়ে রিজুয়ানা বেগম, রেজিয়া বেগম, রিজোয়ানা সিদ্দিকা, ছেলে মুহাম্মদ মহসীন ইসলাম ও তার স্ত্রী মনি আক্তার।
অংশআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের ডাক, দেশ প্রেমিকরা জাগরে জাগ দুর্নীতিবাজরা নিপাত যাক।