চট্টগ্রাম চন্দনাইশের আল্লামা আহসানুজ্জাান (রহঃ)এর ৫৬ তম ওরশ শরিফ উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম বাইনজুরী শাখার সার্বিক সহযোগিতায় আল্লামা আহসানুজ্জামান (রহঃ)মাজার প্রাঙ্গনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৬ তম ওরশ শরীফ পালিত হয়।বাদে এশা হতে দেশবরেণ্য ওলেমাইকেরাম এর উপস্থিতিতে এক আজিমুশশান মিলাদ মাহফিল শুরু হয়।উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন,হযরতুল আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী (মাঃজিঃ)সভাপতি-আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম দক্ষিন জেলা।হযরতুলহাজ্ব আল্লামা মুফতি অছিউর রহমান আল কাদেরী(মাঃজিঃ)অধ্যক্ষঃজামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম।হযরতুলহাজ্ব আল্লামা ওমর ফারুক নঈমী(মঃজিঃ)খতিব,বায়তুন নুর শাহী জামে মসজিদ,অক্সিজেন,চট্টগ্রাম।
মৌলানা মোঃরেজাউল করিম তালুকদার,প্রচার সচিব,ইসলামি ফ্রন্ট বাংলাদেশ ও সভাপতি,মাজার সংস্করণ কমিটি।আলহাজ্ব হাফেজ মৌলানা মোঃইকরাম হোসাইন (মঃজঃ)খতিব,মৌলভী পুকুরপার শাহী জামে মসজিদ,চট্টগ্রাম। হযরতুলহাজ্ব মাওলানা মাসুকুর রহমান আল কাদেরী(মাঃজিঃ)খতিব,আলী চান ফকির জামে মসজিদ,চন্দনাইশ,চট্টগ্রাম।মৌলানা মুহাম্মাদ রেজাউল করিম আলকাদেরী(মাঃআঃ)খতিব,পশ্চিম বাইনজুরী আবিদুর রহমান জামে মসজিদ,চন্দনাইশ। মিলাদ মাহফিল শেষে তাবারুক বিতরণ করা হয়।