শ্রীনগর প্রেস ক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শ্রীনগর প্রেস ক্লাবের সদ্য নিবার্চিত সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন।
শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোঃ আরিফ হোসেন(দৈনিক মানবজমিন),সহ সভাপতি মোঃ শাজাহান খান(দৈনিক আমার সংবাদ),সহ সাধারণ সম্পাদক শাহ আলম ইসলাম নিতুল(৭১ টেলিভিশন),সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব(দৈনিক নয়া দিগন্ত),কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম তাপস(দৈনিক সবুজ নিশান),আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহ্বাৎ(দৈনিক ইন্ডাস্ট্রি),দপ্তর সম্পাদক মুনীরুল ইসলাম (দৈনিক ইনকিলাব),প্রচার সম্পাদক মোহন মোড়ল(দৈনিক মানবকণ্ঠ),তথ্য ও প্রযুক্তি সম্পাদক আজিজুল ইসলাম রনী(দৈনিক দিনকাল),সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শিপু(দৈনিক রুদ্রবাংলা) কার্যকরী সদস্য মোঃ আওলাদ হোসেন(দৈনিক যুগান্তর)।
গত ১০ ডিসেম্বর শ্রীনগর প্রেস ক্লাবের নিবার্চনে সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম(দৈনিক সংবাদ) ও সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল করিম রয়েল( দৈনিক যায়যায়দিন) নিবার্চিত হন। তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।